• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ঢাকায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে পৌঁছেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার)  মো. কামরুল আহসান তাকে স্বাগত জানান।

বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন ইন্দোনেশিয়ার মন্ত্রী। সেখানে মুসলমান রোহিঙ্গাদের ওপর চলমান সহিংসতা বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা সফরে রেতনো মারসুদি প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পরে বিকালে তিনি গণভবনে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার রাতেই ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের ঘটনায় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় তীব্র ক্ষোভ তৈরি হওয়ার প্রেক্ষাপটে রেতনো মারসুদির এই সফর।

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে বেশ কিছুদিন ধরেই ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হচ্ছে। রোববার জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের দিকে ককটেল ছোড়ারও ঘটনা ঘটেছে।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার ঘটনায় নতুন করে সেনা অভিযান শুরুর পর থেকে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে ইউএনএইচসিআরের তথ্য।

এছাড়া বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে আসা আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করছে।

ইন্দোনেশিয়া ও তুরস্কের মতো মুসলিমপ্রধান দেশগুলো রোহিঙ্গা সংকটের অবসানের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী, নোবেলজয়ী সুচির প্রতি আহ্বান জানিয়ে আসছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর ভার সামলানোর ক্ষেত্রে বাংলাদেশকেও তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page