• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

সাকিবে বধ হ্যান্ডসকম্ব, শতক পেলেন ওয়ার্নার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ তিন শতাধিক রানের সংগ্রহ গড়ে। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল ফাইটিং একটা স্কোরই সামনে পেল অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান যে এসব স্কোর পাত্তা দেন না, শতক তুলে তাই বোঝালেন।

বুধবার বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে মাঠে নেমেই দুই ব্যাটসম্যানের তড়িঘড়ি ছিল রানের চাকা ঘোরানোর।

এই অবস্থায় ১৪৪ বলে ৮২ রান করেই সাকিবের সরাসরি থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন হ্যান্ডসকম্ব।

তবে ধৈর্য ধরে মাঠে থেকে নিজের শতক আদায় করে নেন ওয়ার্নার। ২০৯ বল খেলে শতক তুলে নেন তিনি। এটা তার ক্যারিয়ারের ২০তম শতক।

এই শতক তুলতে অবশ্য মারমুখী ওয়ার্নারকে দেখা যায়নি। নিজ চরিত্রের বাইরে এসে খেলেন ওয়ার্নার। তার সঙ্গে মাঠে রয়েছেন ম্যাক্সওয়েল।

৮০ ওভার শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ২৬৪ রান। ওয়ার্নার ১০৫ এবং ম্যাক্সওয়েল ৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এদিকে অস্ট্রেলিয়ার সেট ব্যাটসম্যানদের ফিরিয়ে খেলায় ফেরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন টাইগার সদস্যরা।

এর আগে সকালের সেশন ভেসে যায় বৃষ্টিতে। অবশেষে দুপুরে বৃষ্টি থামলে খেলায় নামেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম্ব। টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার টাইগারদের করা ৩০৫ রানের জবাবে ২ উইকেটে ২২৫ রান নিয়ে খেলা শেষ করেছিলেন অজিরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহকে বড় করতে মাঠে লড়েন অধিনায়ক মুশফিক (৬৮), সাব্বির রহমান (৬৬) ও নাসির হোসেন (৪৫)। এই ইনিংসে বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ৯ ও সাকিব ২৪ রান করেন। সৌম্য সরকার করেন ৩৩ রান।

অজি বোলার নাথান লায়ন ৭ ও অ্যাস্টন আগার ২টি করে উইকেট নেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে টিম বাংলাদেশ। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের পর চট্টগ্রামেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন মুশফিক-সাকিব-তামিমরা।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page