• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

সাটুরিয়ায় বিদ্যালয় জাতীয়করণের দাবীতে মানববন্দন

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

মানিকগঞ্জ প্রতিনিধি॥
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা পরিষদ সংলগ্ন ১৯১৯ সালে প্রতিষ্ঠিত  ঐতিহ্যবাহী বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি বুধবার দুপুর ১২ টায় ঘন্টা ব্যাপি বালিয়াটী বাজার সড়কের উপর এ মানবন্ধন করে।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আবুল হোসেন, বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রুহুল আমিন এবং প্রধান শিক্ষক মো: আছালত জামান খান,বক্তারা বলেন সাটুরিয়া উপজেলার বিদ্যালয়কে বাদ দিয়ে ঢাকার ধামরাই উপজেলার দুই-তৃতীয়াংশ জমিতে প্রতিষ্ঠিত সাটুরিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বালিয়াটী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন তার বক্তেব্য বলেন, সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের স্থাপনা ধামরাই উপজেলার নান্দেশ্বরী মৌজায় অবস্থিত। বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলায় একটি বিদ্যালয়কে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রেক্ষিতে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন ৫টি বিদ্যালয়ের নাম প্রস্তাব করেন। প্রতিটি স্তরেই বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নাম ১ নম্বরে ছিল। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়কে বাদ দিয়ে সাটুরিয়া পাইলট উচ্চ  বিদ্যালয়কে জাতীয়করনের তালিকাভুক্ত করা হয়েছে। আমরা এ মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাই বালিয়াটী বিদ্যালয়কেই জাতীয়করণ করা হোক।
প্রধান শিক্ষক মো: আছালত জামান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ১৯৮৯ সালের ৩০ জুন বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, তখন তিনি বলেছিলেন তার সরকার ক্ষমতায় গেলে এ বিদ্যালয়কে জাতীয়করণ করা হবে। তিনি প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়ে আরো বলেন হাজার হাজার শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে এ বিদ্যালয়কে জাতীয়করণের ব্যবস্থা করুন।
পরে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবীতে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page