• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

মিয়ানমারকে উপযুক্ত জবাব দেয়া হবে : আল-কায়েদা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারকে রোহিঙ্গা নিপীড়নে অভিযুক্ত করে মধ্যপ্রাচ্যভিত্তিক আল-কায়েদা হুঁশিয়ার করেছে, দেশটিকে অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে। জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণের মার্কিন মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স-এর ওয়েবসাইটে এই খবর দেওয়া হয়েছে। সাইট-এর সেই খবরকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারকে হুমকি দেওয়ার পাশাপাশি বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্বের মুসলিম স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে সরকারি বাহিনীর নিপীড়নের শিকার হয়ে ৪ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে পার্শ্ববর্তী দেশে। ২৫ আগস্টের পর গ্রামগুলো অভিযান জোরদার করে সেনাবাহিনী। জ্বালিয়ে দেওয়া হয় রোহিঙ্গাদের ঘরবাড়ি। হত্যা ও ধর্ষণের শিকার হন অনেকে। সাইট ইন্টিলিজেন্স আল কায়েদার বিবৃতির বরাতে জানায়, জঙ্গি সংগঠনটি বিশ্বের সব মুসলিমকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। রয়টার্স।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page