• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

উল্লাপাড়ায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল উদ্বোধন বৃহস্পতিবার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল আগামী বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্বোধন করা হবে। উল্লাপাড়া পৌর এলাকার বাখুয়া খলিশাগাড়ী বিল এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে প্রায় ১ একর জায়গা নিয়ে এটি নির্মান করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এটি উদ্বোধন করবেন। জানা গেছে, ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে আধুনিক এ টার্মিনাল নির্মান হয়েছে। বগুড়া-নগরবাড়িসহ বিভিন্ন রুটের বাসগুলো এ টার্মিনাল হয়ে চলাচল করবে। উল্লাপাড়া পৌরসভার মেয়র  এস.এম. নজরুল ইসলাম জানান, এ টার্মিনালটি চালু হলে উল্লাপাড়া পৌরসভার অভ্যন্তরীন রাজস্ব আয় বাড়বে। নগরের শ্রীবৃদ্ধি, প্রসস্থতা ও অভ্যন্তরীন আয় সহায়ক এ ধরনের প্রকল্প পৌরসভার জন্য সফলতার মাইল ফলক। তিনি বলেন, এ টার্মিনালটি চালু হলে শহরের মধ্যে নির্বিঘেœ চলাচল ও যানজটমুক্ত পরিচ্ছন্ন  চলাচলে সহায়ক হবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page