• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

কলকাতায় বিমসটেক বাণিজ্য সম্মেলন শুরু আজ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

আঞ্চলিক বাণিজ্য জোরদারের লক্ষ্যে ভারতের কলকাতায় আজ শুক্রবার শুরু হচ্ছে তিন দিনের বিমসটেক বাণিজ্য সম্মেলন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) সম্মেলনের আয়োজন করেছে।

বিমসটেক বঙ্গোপসাগরীয় অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বহুক্ষেত্রীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের একটি আঞ্চলিক জোট।

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, মিয়ানমার এবং থাইল্যান্ড এ সংস্থার সদস্য। বিশ্বের মোট জনসংখ্যার ২১ ভাগ বা ১ দশমিক ৩ বিলিয়ন মানুষ জোটভুক্ত দেশগুলোতে বাস করছে।

যাদের সম্মিলিত জিডিপির পরিমাণ ৭৫০ বিলিয়ন মার্কিন ডলার। তবে দেশগুলোর সম্মিলিত বাণিজ্য বিশ্ব বাণিজ্যের মাত্র ৭ ভাগ।

এ ফোরামে বিমসটেক অঞ্চলে বাণিজ্য সম্পর্ক জোরদার, অংশীদারিত্ব বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প খাতে যৌথ বিনিয়োগের ক্ষেত্র ও কৌশল চিহ্নিত করা হবে।

এতে অংশগ্রহণের ফলে ভারতসহ অন্য সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page