• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

রাজনৈতিক অবস্থা ঘোলাটে : এরশাদ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশের রাজনৈতিক অবস্থা ঘোলাটে। রাজনীতির উপর থেকে মানুষের মন উঠে যাচ্ছে। রাজনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে।
সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর জাপা আয়োজিত ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, আমরা আশা করি- আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে সেখানেই আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সারাদেশে দলকে শক্তিশালী করতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গ জাপা চেয়ারম্যান বলেন, মানুষ মানুষের প্রতি এভাবে অত্যাচার করতে পারে-ভাবলেই শরীর শিউরে ওঠে। ওদের অপরাধ ওরা মুসলমান। আমাদের উচিৎ রাজনীতিকে বাইরে রেখে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বড় মনের পরিচয় দিয়েছেন।
মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম  সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, এম এ সাত্তার ও মেজর (অব.) খালেদ আখতার, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন এবং  ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান প্রমুখ।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page