• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:

উল্লাপাড়ায় চারদিন ব্যাপি বৃক্ষমেলা ও পৌর বাসটার্মিনাল উদ্বোধন

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে চারদিনব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বেলা এগারোটায় এ মেলার উদ্বোধন করা হয়। উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এর উদ্বোধন করেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, পৌরসভার মেয়র এস. এম. নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সার্কেল এএসপি শরাফত ইসলাম, অধ্যাপক ইদ্রিস আলী, কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামানিক, রিবলী ইসলাম কবিতা প্রমুখ। এ মেলায় মোট ৩৩টি স্টল রয়েছে। এছাড়া আজ বৃহস্পতিবার এ অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ করেন সংসদ সদস্য তানভীর ইমাম। অপরদিকে বেলা ১২টায় উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পৌর বাসটার্মিনাল উদ্বোধন করা হয়েছে। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাখুয়া খলিশাগাড়ি তে নির্মিত আধুনিক মানের বাসটার্মিনালটির উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, আব্দুস সামাদ সরকার, আহসান আলী সরকার, আলাউদ্দিন তালুকদার, হাফিজুর রহমান হাফিজ, রিবলী ইসলাম কবিতা, আশিকুর রহমান আশিক প্রমুখ। এছাড়া আসন্ন দূর্গাপুজা উপলক্ষে ৮৬টি মন্দিরে সরকারী অনুদান বিতরণ করা হয়।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page