• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

কালিয়াকৈর প্রতিনিধি॥
বকেয়া বেতনের দাবীতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
আহত সাত পুলিশ সদস্য সদস্যরা হলেন- শিল্প-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ, কনস্টেবল জুয়েল রানা, জাকারিয়া, আমিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম,  হাফিজুর রহমান, রায়হান হোসেন। এছাড়া আহত শ্রমিকরা হলেন- সুফিয়া আক্তার, আরবি আক্তার, রিনা আক্তার, রানা হোসেনের নাম জানা গেছে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় আয়মন টেক্সটাইল এন্ড হোসিয়ারী লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। গত কুরবানী ঈদের আগের মাসের ১১ দিনের বকেয়া বেতনের টাকা বকেয়া রয়েছে। ওই বকেয়া বেতনের টাকা চলতি মাসের ১০ তারিখে পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করেননি কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দেড় সহ¯্রাধিক শ্রমিক ওই কারখানার ভিতরে যায়। পরে তারা কাজে যোগদান না করে সকাল থেকে কারখানার ভিতরে বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি শুরু করে। বিকেল আড়াইটার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মুল ফটকের সামনে অবস্থান নেয়। এসময় ঘটনাস্থলে শিল্প-পুলিশ উপস্থিত হলে শ্রকিমরা গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ কারখানার ভিতরে প্রবেশের চেষ্টা করলে শ্রমিকরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশ ক্ষিপ্ত হয়ে লাঠি চার্জ করলে পুলিশ ও শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড টিয়ারসেল ও ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সাত পুলিশ সদস্য সদস্যরা হলেন- শিল্প-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ, কনস্টেবল জুয়েল রানা, জাকারিয়া, আমিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম,  হাফিজুর রহমান, রায়হান হোসেন। এছাড়া আহত শ্রমিকরা হলেন- সুফিয়া আক্তার, আরবি আক্তার, রিনা আক্তার, রানা হোসেনের নাম জানা গেছে। ওই কারখানার এজিএম নাসির উদ্দিন বালী জানান, বেতন দেয়াকে নিয়ে ভুল বোঝাবুঝির কারণে এঘটনা ঘটেছে। পরে বকেয়া বেতন দেওয়া শুরু করলে শ্রমিকরা শান্ত হন। শিল্প-পুলিশ গাজীপুর-১ এর সহকারী পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন জানান, পুলিশের উপর ইট-পাটকেল মারার পর টিয়ারসেল ও ফাঁকা গুলি দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন পুলিশসহ কিছু আহত হয়েছেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page