• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

জিয়া বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এখনো ধারণ করি: সিইসি

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এটা এখনো ওন (ধারণ) করি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতা করেছিলেন এটা তথ্যভিত্তিক।
তিনি দাবি করেন, ১৯৭৫ থেকে ৭৭ পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না। তার আগে ছিল। পরে জিয়াউর রহমান ১৯৭৭ সালে তা পুনঃপ্রতিষ্ঠাতা করেছিলেন। কোনো দলকে খুশি করার জন্য নয়। এটা তথ্য ভিত্তিক বাস্তব কথা।
ধারাবাহিক সংলাপ শেষে আজ সকালে সংবাদ সম্মেলন করেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেসব সুপারিশ এসেছে তা বাস্তবায়ন করা হবে। এ সময়ে চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ