• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

পৃথিবীর বিপজ্জনক উদ্ভিদ

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

গাছ মানুষের পরম বন্ধু হলেও কোনো কোনো গাছ বেঁচে থাকার জন্য ক্ষতিকর। ‘মানছিনেল’ এদের মধ্যে অন্যতম। ফ্লোরিডা, মেক্সিকো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আমেরিকায় এদের দেখা যায়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গাছ হিসেবে এরা স্বীকৃত। সাধারণত সমুদ্র সৈকতের ম্যানগ্রোভ পরিবেশে জন্মে। উচ্চতা প্রায় ১৫ মিটার। পাতা সবুজ। ফল অনেকটা আপেলের মতো। ফোরবল নামক এক ধরনের বিষাক্ত পদার্থ থাকার কারণে মানছিনেল গাছের পাতা, কষ, বাকল, ফল- সবই বিষাক্ত। কষ শরীরে লাগলেই ফোসকা পড়ে যায়, ফুলে যায় কিংবা পুড়ে যায়। ফল খেলে কেউ মারাও যেতে পারে। এরা এতটাই বিপজ্জনক যে, বৃষ্টির সময় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একফোঁটা পানি পড়লে সেখানেও ফোসকা পড়ে যায়। বাকল পোড়ানো ধোঁয়া চোখে লাগলে যে কেউ কিছু দিনের জন্য আবার সারা জীবনের জন্যও অন্ধ হয়ে যেতে পারে। বন্যপ্রাণীর জন্যও এরা ক্ষতির কারণ। এজন্য ক্রিস্টোফার কলম্বাস এদের ফল ‘little apple of death’ হিসেবে উল্লেখ করেছেন। এতটা বিপজ্জক হওয়ায় এরা গিনেস বুকে বিষাক্ত গাছ হিসেবে স্থান করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ