• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ভারতের মেয়েদের হারিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক

আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ-ভারত দুদলই ফাইনাল নিশ্চিত করেছিল। তাই গ্রুপপর্বের শেষ ম্যাচের গুরুত্ব তেমন ছিল না।

তবে বাংলাদেশের মেয়েরা সাফ অনূর্ধ্ব-১৫ এর বৃহস্পতিবারের ম্যাচটি গুরুত্বের সঙ্গে নেয়।

এর প্রতিফলন ঘটে ঢাকার মাঠে ভারতীয় মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ৩-০ গোলের জয়ের মধ্য দিয়ে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের জালে গোল উৎসবের শুরু করেন অনুচিং মগিনির।

ম্যাচের ৩২তম মিনিটে গোল করে তিনি দলকে এগিয়ে নেন। এর পর আরেকটি সুযোগ সৃষ্টি করতে পারলেও গোলের দেখা পাননি অনুচিং।

বিরতির বাঁশির কয়েক সেকেন্ড আগে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ডিফেন্ডার শামসুন্নাহার।

বিরতির পর ৫৪তম মিনিটে ভারতের জালে তৃতীয়বার বল পাঠান মনিকা চাকমা। তার গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন গোলাম রব্বানী ছোটনের দল।

আজকের জয়ের মধ্য দিয়ে বয়সভিত্তিক মেয়েদের ফুটবলে ভারতকে হ্যাটট্রিক হারের স্বাদ দিল বাংলাদেশ।

এর আগে ২০১৫ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে এবং ফাইনালে ভারতের মেয়েদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আগামী ২৪ ডিসেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ এর ফাইনাল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ