• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা:২০১৮

আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়-এর কয়েকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেয়া হলো

গতকালের পর

৪৪। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’-কবিতাটির রচয়িতা-

ক. শামসুর রাহমান

খ. নীলিমা ইব্রাহিম

গ. জাহানারা ইমাম

ঘ. মাহবুব-উল-আলম চৌধুরী

৪৫। রফিক, সালাম,বরকত, জব্বার কখন শহিদ হন ?

ক, ১৯ ফেব্রুয়ারি, ১৯৫২

খ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২

গ. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

ঘ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২

৪৬। শফিউরের পিতা-জনতার নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করেন –

ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৫২

খ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২

গ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৩

ঘ. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২

৪৭। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪৪ ধারা জারি হবে-এ ঘোষণাটি দেয়া হয় কত তারিখে ?

ক. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২

খ. ১০ জানুয়ারি,   ১৯৫২

গ. ২০ ফেব্রুয়ারি,   ১৯৫২

ঘ. ২১ জানুয়ারি,   ১৯৫২

৪৮। কত তারিখে শফিউর নিহত হন?

ক. ২২ ফেব্রুয়ারি, ১৯৫২

খ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৫২

গ. ২৪ ফেব্রুয়ারি, ১৯৫২

ঘ. ২০ ফেব্রুয়ারি, ১৯৫২

৪৯। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কত সময়ের জন্য ১৪৪ ধারা জারিসহ সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়?

ক. ১৫ দিন                 খ. ১৭ দিন

গ. ২ মাস    ঘ. ১ মাস

উত্তর:৪৪.ঘ ৪৫.গ ৪৬.গ ৪৭.গ ৪৮.ক ৪৯. ঘ

৫০। নিচের কোনটি আলাউদ্দিন আল আজাদের রচিত কবিতা ?

ক. স্মৃতির মিনার

খ. অসমাপ্ত তারুণ্যের গল্প

গ. শহিদ মিনার   ঘ. ১৪০০ সাল

৫১। ‘কবর’ নাটকটির রচিয়তা কে ?

ক. জহির রায়হান       খ. হুমায়ুন কবির

গ. অব্দুল্লাহ আল মামুন ঘ. ড. মুনীর চৌধুরী

উত্তর ঃ ৫০.ক ৫১. ঘ

৫২। ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম খ. হুমায়ুন আহমেদ

গ. জহির রায়হান         ঘ. মুনীর চৌধুরী

৫৩। সকল রাজনৈতিক আন্দোলনে কোন আন্দোলন অনুপ্রেরণা যুগিয়েছিল?

ক. মুসলিম লীগের আন্দোলন

খ.স্বাধীনতা আন্দোলন

গ. ভাষা আন্দোলন

ঘ. ৬৯ এর গণঅভ্যুত্থান

৫৪। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা কে ?

ক.আব্দুল লতিফ     খ. আলতাফ মাহমুদ

গ. আব্দুল গাফফার চৌধুরী ঘ.মুনীর চৌধুরী

৫৫। নিচের কোনটি ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা ?

ক. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি খ.হাজার বছর ধরে

গ.কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ঘ.স্মৃতির মিনার

উত্তর: ৫২.গ ৫৩.গ ৫৪. গ ৫৫.গ

৫৬। ২১ ফেব্রুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত কী দিবস হিসেবে পালিত হতো ?

ক. মাতৃভাষা দিবস   খ. শহিদ দিবস

গ. ভাষা দিবস         ঘ. বিজয় দিবস

৫৭। ২১ ফেব্রুয়ারি ১৯৯৯ সাল থেকে কী দিবস হিসেবে পালিত হচ্ছে ?

ক. ভাষা দিবস

খ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

গ. মাতৃভাষা দিবস

ঘ. শহিদ দিবস

৫৮। বাঙালির জতীয়তাবাদ বিকাশের মূল ভিত্তি নিচের কোনটি-

ক. স্বাধীনতা আন্দোলন

খ. ছয় দফা আন্দোলন

গ. ৬৯ এর গণঅভ্যুত্থান ঘ. ভাষা আন্দোলন

৫৯। ইউনেস্কো বাংলাদেশের ২১ ফেব্রুয়ারিকে শহিদ দিবসকে কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

ক. ১৭ নভেম্বর, ১৯৯৯

খ. ১৭ নভেম্বর, ২০০১

গ. ১৭ নভেম্বর, ১৯৯৮

ঘ. ১৭ নভেম্বর, ২০০০

৬০। পাকিস্তানি শাসন পূর্ব বাঙালি জাতির মুক্তির প্রথম আন্দোলন কোনটি ?

ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন

খ. ১৯৪৭ এ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন

গ. ১৯৭০ এর নির্বাচন

ঘ. ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন

উত্তর:৫৬. খ ৫৭. খ. ৫৮.ঘ ৫৯.ক ৬০.ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ