• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

বাংলা প্রথমপত্র ‘পাখি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ নিচের কোনটি?

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

মো. সুজাউদ দৌলা

 

সহকারী অধ্যাপক

 

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

সেই অস্ত্র

 

­

 

আহসান হাবীব

 

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও।

 

কবির সাহেব যুদ্ধের ভয়াবহতা অনুভব করে যুদ্ধকে বর্জন করার কথা সবসময় বলে থাকেন। তিনি মনে করেন ভালোবাসার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

 

১। উদ্দীপকের কবির সাহেবের সাথে সাদৃশ্য রয়েছে ‘সেই অস্ত্র’ কবিতার কার সাথে?

 

ক) আহসান হাবীব                                    খ) শামসুর রাহমান

 

গ) সৈয়দ শামসুল হক                                ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ

 

২। উপর্যুক্ত কবি হলেন-

 

i. সাহিত্য সম্পাদক

 

ii. বাংলাদেশ সরকারের মন্ত্রী

 

iii. আশাবাদী মানুষ

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii            খ) i ও iii

 

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

৩। ‘সমাবিষ্ট’ বলতে বোঝায়-

 

ক) সমভাবে শায়িত

 

খ) সমভাবে বণ্টিত

 

গ) সমভাবে আবিষ্ট                                   ঘ) সমভাবে বঞ্চিত

 

৪। ‘সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও’ এখানে ‘অমোঘ’ শব্দটি যে অর্থে ব্যবহূত হয়েছে-

 

ক) অবশ্যম্ভাবী            খ) ব্যর্থ

 

গ) সম্ভাবনা                ঘ) অকৃতকার্য

 

৫। ‘পাখি’ শব্দের সমার্থক শব্দগুচ্ছ নিচের কোনটি?

 

ক) কলকণ্ঠ, পিক         খ) হয়, পক্ষী

 

গ) বিহগ, দ্বিজ           ঘ) কলাপী, কেকা

 

৬। যে অস্ত্র উত্তোলিত হলে – নীড়ে ঘুমাবে। এই শূন্যস্থানে গ্রহণযোগ্য শব্দ নিচের কোনটি?

 

ক) মানুষ                                                খ) জন্তুরা

 

গ) পশুরা                                                ঘ) পাখিরা

 

৭। ‘অমোঘ’ শব্দের অর্থ হলো-

 

i. অব্যথ র্ii. সার্থক iii. অবশ্যম্ভাবী

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii                                                খ) i ও iii

 

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

 

৮। মানব বসতির বুক মুহূর্তের অগ্ন্যুত্পাত- এখানে ‘মুহূর্তের অগ্ন্যুত্পাত’ কী অর্থে ব্যবহূত হয়েছে?

 

ক) চাকচিক্য                                           খ) ক্ষমতা

 

গ) ভয়াবহতা                                           ঘ) সময় অর্থে

 

৯। কবি আহসান হাবীব একদিকে যেমন ভালোবাসার কথা বলেছেন, তেমনি অন্যদিকে দূর করতে বলেছেন-

 

ক) নৃশংসতা                                            খ) বিদ্বেষ

 

গ) পরনিন্দা                                            ঘ) পরশ্রীকাতরতা

 

১০। ‘আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ’-এ পঙিক্তটিতে প্রকাশ পেয়েছে কোনটি?

 

ক) তারুণ্য শক্তি                                      খ) বিবেকবোধ

 

গ) উদ্দীপনা                                             ঘ) ভয়াবহতা

 

উত্তর ১.ক ২ খ ৩.গ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ঘ

 

৮.গ ৯.খ ১০ খ
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page