• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত বাংলাদেশ পুলিশের সদস্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার ইন্তেকাল করেছেন( ইন্নাল্লিলাহে—-)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ী উপজেলার বাহাদুরগঞ্জ বাজারের মৃত আব্দুস সোবাহানের ছেলে  বীর মুক্তিযোদ্ধা ও অবসার প্রাপ্ত বাংলাদেশ পুলিশ সদস্য  হেফাজুদ্দিন চেয়ারে দুপুর সাড়ে ১২টার দিকে বসে থাকা অবস্থায় বুকে ব্যাথ্যা অনুভব করে নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাঁকে পরিবারের লোকজন দ্রুত ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক এমবিবিএস তাহমিদুল ইসলাম তমাল দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, স্বা¯্য’ কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬৭ বছর। তিনি স্ত্রীসহ ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তাঁকে বিকেল সাড়ে ৪টার দিকে গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ উপস্থিত থেকে গার্ড অব অনার জানানো হয়। পরে বাদ মাগরিব বাহাদুরগঞ্জ বড় জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব নুরুল হক, মনিরুদ্দিন মন্টু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অন্যদিকে জেলা ও ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ