• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার শ্যালকের প্রার্থীতা প্রত্যাহারে টেলিফোন নির্দেশ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির দেশে হিট অ্যালার্ট জারি, শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্ব প্রতিক্রিয়া নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার সিদ্ধান্ত আইসিসি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ইসফাহানে ‘বিস্ফোরণের’ শব্দের কারণ জানালো ইরান এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা কারাগার: রিজভী রাজধানীর শিশু হাসপাতালে আগুন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষা-২০১৮

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

জীববিজ্ঞান প্রথমপত্র

 

ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াস বহির্ভূত DNA অংশকে কী বলে?

 

অলোক কুমার মিস্ত্রী

 

প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ

 

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর

 

 

 

 

 

 

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বচনি প্রশ্নোওর উপস্থাপন করব,

 

১। ডেঙ্গু রোগ সৃষ্টিকারী ভাইরাসের

 

বংশগতীয় দ্রব্যে কোনটি পাওয়া যায়?

 

(ক) AMT       (খ) থাইমিডিন

 

(গ) ইউরিডিন     (ঘ) CMP

 

২। ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াস বহির্ভূত

 

DNA অংশকে কী বলে?

 

(ক) প্লাসমিড               (খ) ফাসমিড

 

(গ) ক্যাপসিড              (ঘ) মেসোসোম

 

৩। বিরাম-১ উপপর্যায়ে-

 

i)  বিভিন্ন প্রোটিন ও RNA সংশ্লেষিত হয়

 

ii) DNA অনুলিপন ঘটে

 

iii) ৩০-৪০% সময় ব্যয় হয়

 

নিচের কোনটি সঠিক-

 

(ক) i ও ii                   (খ) ii ও iii

 

(গ) i ও iii                  (ঘ) i, ii ও iii

 

৪। যে সব ব্যাকটেরিয়া রঞ্জকে রঞ্জিত হয় এবং

 

তা ধরে রাখতে পারে তাদেরকে বলে?

 

(ক) হাইড্রোফোকি      (খ) গ্রাম নেগেটিভ

 

(গ) গ্রাম পজেটিভ      (ঘ) হাইড্রোফিলিক

 

৫। ইন্টারফেজ পর্যায় কী নামে পরিচিত ?

 

(ক) প্রস্তুতি পর্যায়        (খ) গঠন পর্যায়

 

(গ) সংশ্লেষ পর্যায়       (ঘ) সমাপ্তি পর্যায়

 

৬। কোষচক্রে  কতটুকু সময় ব্যয় হয় ?

 

(ক) ৫-১০%      (খ) ২০-৩০%

 

(গ) ৩০-৪০%    (ঘ) ৩০-৪০%

 

৭। Ebola দ্বারা আক্রান্ত হলে কী হয় ?

 

(ক) দেহের কোষ ফেটে যায় (খ) সোয়াইন ফ্লু

 

(গ) নিউমোনিয়া                (ঘ) জলাতঙ্ক

 

নিচের চিত্রটি লক্ষ কর এবং ৮ ও ৯ নং প্রশ্নের

 

উত্তর দাও।

 

৮। চিত্রটি কোন পর্যায়ের ?

 

(ক) লেপ্টোটিন                   (খ) জাইগোটিন

 

(গ) ক্রসিংওভার                  (ঘ) ডায়াকাইনেসিস

 

৯। চিত্রের A অংশে ঘটেছে-

 

i. শক্তির বিনিময়       ii. জিনের বিনিময়

 

iii. চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময়

 

নিচের কোনটি সঠিক-

 

(ক) i ও ii       (খ) i ও iii

 

(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

 

১০। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি?

 

(ক) Azotobacter       (খ) Leuconostoc

 

(গ) Streptococcus   (ঘ) Bacillus sp.

 

১১। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?

 

(ক) টেলোফেজ            (খ) মেটাফেজ

 

(গ) এনাফেজ              (ঘ) প্রোফেজ

 

নিচের চিত্র লক্ষ কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।

 

১২। উপরের চিত্রটি নিচের কোন অণুজীবের ?

 

(ক) HIV        (খ)H1N1

 

(গ) TMV       (ঘ) ফাজ

 

১৩।চিত্রে প্রদর্শিত জীবটির বৈশিষ্ট্য-

 

i) মাথা ষড়ভূজাকৃতি

 

ii) লেজ লম্বাকৃতি

 

iii) লেজের অভ্যন্তরে নিউক্লিক এসিড থাকে

 

নিচের কোনটি সঠিক-

 

(ক) i  (খ) ii  (গ) iii  (ঘ) i ও ii

 

১৪। ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম-

 

(ক) Flavi Virus     (খ) Influenza

 

(গ) Adias Virus    (ঘ) Polio Virus

 

১৫। ক্রসিংওভারের প্রয়োগ ঘটে-

 

i)  জীবের ক্লোনিংয়ে

 

ii) ক্রোমোজোমাল ম্যাপিংয়ে

 

iii) কৃষিক্ষেত্রে

 

নিচের কোনটি সঠিক-

 

(ক) i ও ii      (খ) i ও iii

 

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

 

উত্তরমালা ঃ ১। (খ) ২। (ক) ৩। (গ) ৪। (গ) ৫। (ক) ৬। (ঘ) ৭। (ক) ৮। (গ) ৯। (গ) ১০। (ক) ১১। (ঘ) ১২। (ঘ) ১৩। (ক) ১৪। (ক) ১৫। (গ)
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page