• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮

ব্যবসায় সংগঠন ও

ব্যবস্থাপনা প্রথম পত্র

মো. কবির হোসেন সুজন

সিনিয়র প্রভাষক

ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।

 

 

 

 

 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। পরীক্ষা খুবই সন্নিকটে। তাই পড়ালেখা নিয়ে নিশ্চয় ব্যস্ত রয়েছো। দুটি ভাগে সৃজনশীল প্রশ্নপত্র হয়ে থাকে। একটি সৃজনশীল অন্যটি বহুনির্বাচনি। ২টি পদ্ধতিতেই সৃজনশীলের চারটি স্তর অনুসরণ করা হয়। তাই সব জায়গায় জ্ঞানমূলক প্রশ্ন জড়িত। কারণ সৃজনশীলে দৃশ্যকল্প তৈরিতে প্রথমে জ্ঞানমূলক প্রশ্নকে অনুসরণ করা হয়। এর আলোকে উদ্দীপক তৈরি করা হয়। বহুনির্বাচনিতেও এর প্রভাব বেশি। পাশাপাশি ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অনুধাবনের প্রয়োজন হয়। বাকী অংশ তোমাদের মেধাভিত্তিক সম্পত্তি। তাই তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্র থেকে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উপস্থাপন করা হলো। তোমরা মূলবই পড়ে উত্তর বের করে নেবে। আশা করি উপকৃত হবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন হলো সব ঘটনার কেন্দ্রবিন্দু।

 

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন

ব্যবসায় পরিচিতি

অধ্যায়: প্রথম : জ্ঞানমূলক প্রশ্ন:

১. পণ্য বিনিময় কী?

২. বাজারজাতকরণ প্রসার কী?

৩. শিল্প কী?

৪. ব্যাংক কী?

৫. শিক্ষা সেবা কী?

৬. নিষ্কাশন শিল্প কী?

৭. উত্পাদন শিল্প কী?

৮. অভ্যন্তরীণ বাণিজ্য কী?

৯. আমদানি কী?

১০. পণ্য বিনিময় কী?

১১. খুচরা ব্যবসায় কী?

১২. কৃষি শিল্প কী?

১৩. প্রত্যক্ষ সেবা কী?

১৪. লেনদেনের পৌণ:পুনিকতা কী?

১৫. বাণিজ্য কী?

১৬. নির্মাণ শিল্প কী?

১৭. প্রাথমিক শিল্প কী?

১৮. কোনটিকে উত্পাদনের বাহন বলা হয়?

অনুধাবনমূলক প্রশ্ন:

১. অভ্যন্তরীণ বাণিজ্য বলতে কি বুঝায়?

২. মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় কেন?

৩. সেবা পরিবেশক শিল্প বলতে কি বুঝায়?

৪. বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝায়?

৫. বৃহদায়তন ব্যবসায় বলতে কি বুঝায়?

৬. প্রমিতকরণ বলতে কি বুঝায়?

৭. সামাজিক ব্যবসায় বলতে কি বুঝায়

৮. পাইকারী ব্যবসায় বলতে কি বুঝায়?

৯. বাংলাদেশে শিল্পের উন্নয়নে প্রধান বাধাসমূহ কী কী?

১০. বাণিজ্যের মাধ্যমে কিভাবে কালগত বাধা দূর করা হয়?

অধ্যায়: দ্বিতীয়: জ্ঞানমূলক প্রশ্ন:

১. ব্যবসায় পরিবেশ কী?

২.   প্রাকৃতিক পরিবেশ কী?

৩.   আইনগত পরিবেশ কী?

৪.   ব্যবসায়িক মূল্যবোধ কী?

৫.   রাজনৈতিক পরিবেশ কী?

৬.   অর্থনৈতিক পরিবেশ কী?

৭.   সাংস্কৃতিক পরিবেশ কী?

অনুধাবনমূলক প্রশ্ন:

১. ব্যবসায়ের উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিরূপ?

২. ভৌগলিক পরিবেশে কোন কোন উপাদান থাকে?

৩. ভোক্তাদের প্রতি ব্যবসায়ীরা কী কী দায়িত্ব পালন করে?

৪. শ্রমিক কর্মচারীদের প্রতি ব্যবসায়ীরা কী কী দায়িত্ব পালন করে?

৫. প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বুঝায়?

৬. ব্যবসায় পরিবেশ উন্নয়নে প্রধান সমস্যা কী কী?

অধ্যায়: তৃতীয়: জ্ঞানমূলক প্রশ্ন:

১. একমালিকানা কারবার কয়জন মালিক দ্বারা পরিচালিত হয়?

২. সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন কোনটি?

৩.পৃথিবীর আদি ব্যবসায় কোনটি?

অনুধাবনমূলক প্রশ্ন:

১.   একমালিকানা কারবারে মালিকের দায় অসীম বলতে কি বুঝায়?

২. একমালিকানা ব্যবসায় প্রশিক্ষণের উপযুক্ত ক্ষেত্র- ব্যাখ্যা কর?

৩.একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ কী?

৪, বৃহদায়তন ব্যবসায়ের যুগে ছোট আয়তনের ব্যবসা টিকে থাকার কারণ কী?

৫ কোন কোন ব্যবসায় একমালিকানায় উপযোগী? পরের অংশ আগামী শনিবার

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page