• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

নৌ-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০১৮

মো সোহরাব হোসেন রতন(বাগেরহাট) প্রতিনিধি॥
নৌ পুলিশের সাথে  বন্দুকযুদ্ধে সুন্দরবনে,র ত্রাস ছোট্ট বাহিনীর সেকেন্ডইন কমান্ড ফরিদ (৩৮) নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি দেশি তৈরি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়। নৌ পুলিশ- নিহত ফরিদকে সুন্দরবনের বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে। মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলা নদীতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সকালে এই প্রতিনিধি কে বলেন, সুন্দরবনের নদীখালে মাছ শিকারে যাওয়া জেলে নৌকায় বনদস্যুরা ডাকাতি করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল শেলা নদীতে অভিযানে যায়। এসময় বনদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করলে নৌপুলিশ ও পাল্টা গুলি চালায়। বেশ প্রায় আধাঘন্টা গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটলে পুলিশ সেখানে তল্লাসি চালিয়ে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করে তারা। মঙ্গলবার সকালে শেলা নদীতে মাছ ধরা জেলেরা সেখানে এসে নিহত ব্যক্তিকে ফরিদ বলে সনাক্ত করেন। নিহত ফরিদ বনদস্যু ছোট্ট বাহিনীর সক্রিয় সদস্য। সম্প্রতি ৫/৬ মাস আগে চিলার বৌদ্দমারী ১নং ওয়ার্ডের বাদাম তলা গ্রামের সাহেব আলীর ছেলে ইয়াছিন ছোট্ট বাহিনী নামে একটি বনদস্যু বাহিনী গড়ে তুলে এবং এই ছোট্ট বাহিনীতে ওই এলাকার,ই ৭/৮জন অস্ত্রধারী স্বক্রিয় সদস্য রয়েছে।এরাই সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অস্ত্রের মূখে জিম্মি করে মুক্তিপণ আদায় সহ অত্যাচার জুলুম নির্যাতন ও লুটতরাজের অভিযোগ রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। নিহত ফরিদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page