• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার গৃহীত বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশ। আজ সোমবার সংসদে জাসদের সদস্য বেগম লুৎফা তাহেরের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি কেস শনাক্ত হয়। এর পর থেকে সরকারি হিসাবে বর্তমানে দেশে এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭২১। এর মধ্যে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত মৃতের সংখ্যা ৭৯৯ এবং জীবিত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৯২২।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ এইচআইভি মুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
মোহাম্মদ নাসিম জানান, বাংলাদেশ প্রতিবছর ৩ লাখ ৬০ হাজারের বেশি লোক যক্ষায় আক্রান্ত হয়। এর মধ্যে শতকরা ৫০ ভাগ ছড়ানো ফুসফুসের যক্ষ্মা রোগী এবং প্রতি বছর প্রায় ৬৬ হাজার লোক এ রোগে মৃত্যুবরণ করে। বাসস।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page