• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

অকারণে হর্ন না বাজাতে শচিনের অনুরোধ

আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

বাণিজ্য নগরী মুম্বাইকে শব্দ দূষণমুক্ত রাখতে অভিনব উদ্যোগে সামিল হলেন শচিন তেন্ডুলকার৷ সোশ্যাল মিডিয়ায় ‘হর্ন নট ওকে প্লিজ’ নামের এক মুভমেন্টে অংশগ্রহণ করেন লিটন মাস্টার।
এক ভিডিও বার্তা পোস্ট করে ক্রিকেটঈশ্বর সাধারণ মানুষের কাছে অনুরোধ করে বলেন, ‘হর্ন বাজানো আর না বাজানোর মধ্যে সূক্ষ্ম তফাৎ রয়েছে৷ একটু ধৈর্য্য ধরলেই হর্ন না বাজিয়েও গাড়ি চালানো সম্ভব৷ আসুন সবাই মিলে হর্ন ফ্রি ভারত গড়ি৷’
অতীতে একাধিকবার পথ সচেতনতা নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন শচিন৷ বাইক চালানোর সময় হেলমেট পরার পরামর্শ দিয়েছেন তিনি।  শুধু চালকই নয়, সকল বাইক আরোহীকেই হেলমেট পড়ার আহ্বান জানিয়ে ভিডিও পোস্ট করতে দেখা গেছে তাকে৷ এবার শব্দদূষণ রোধের উদ্যোগে সামিল হলেন কিংবদন্তি ক্রিকেটার৷
https://twitter.com/twitter/statuses/962203842468352000
জন সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা নিয়েও সোশ্যাল মিডিয়া মতামত দিতে দেখা গেছে ক্রিকেটঈশ্বরকে৷ অতীতে এক ভিডিও বার্তায় খোলধূলা ও শশীরচর্চার অভ্যাসের গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন শচিন৷ চলতি মাসে কলকাতা ম্যারাথনের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে এসেও দেশবাসীকে স্বাস্থ্য সতেচন থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ