• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন

‘কর্পোরেট সুশাসনকে আরও বেশি মানবিক হতে হবে’

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান বলেছেন, কর্পোরেট সুশাসনকে আরও বেশি নৈতিক, স্বচ্ছ এবং মানবিক হওয়ার উপর গুরুত্বারোপ করতে হবে। উত্তম কর্পোরেট সুশাসন নিশ্চিত করার জন্য একটি কোম্পানির বোর্ডকে দৈনন্দিন কাজকর্মে একটি সাবলীল ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
প্রফেসর ড. আতিউর রহমান গতকাল শুক্রবার ভারতের দিল্লীর জামিয়া হামদার্দ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কর্পোরেট সুশাসন’ শীর্ষক এক অধিবেশনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি ওই অধিবেশনে সমাপনী বক্তব্যে আরও বলেন, ‘একটি স্বনামধন্য অডিট ফার্মের মাধ্যমে বোর্ডের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি তৈরি করা যেতে পারে। যেখানে অবশ্যই একজন নির্ভরযোগ্য স্বাধীন সদস্য থাকবেন। এই কমিটিকে অবশ্যই শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে সদা-সতর্ক থাকতে হবে।’
প্রফেসর ড. আতিউর রহমান দক্ষিণ এশিয়ার সব দেশকে নিজেদের অভ্যন্তরীণ সুশাসনের সবচাইতে গ্রহণযোগ্য সংস্কৃতিকে অনুসরণ করে কৌশলগতভাবে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page