• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

কাজী হায়াত মাহমুদ ছিলেন আলোকিত মানুষ: স্পিকার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক জগতে সরব বিচরণকারী সাধক কবি কাজী হায়াত মাহমুদ একজন আলোকিত সত্য মানুষ ছিলেন। আজ শনিবার ২৪ রংপুর-৬ নিজ নির্বাচনী এলাকায় রংপুর সাধক কবি কাজী হায়াৎ মাহমুদের মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কবির মাজার প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলা প্রশাসন আয়োজিত এ সভায় স্পিকার বলেন, জ্ঞান ও সাহিত্য চর্চায় কাজী হায়াত মাহমুদের লেখনী ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঝাড়বিশলা হায়াতুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালেক সরকার। স্পিকার বলেন, অষ্টাদশ শতাব্দীতে তথ্য প্রযুক্তিহীন নিভৃত পল্লিতে ক্ষণজন্মা সাধক কবি হায়াতের সৃজনশীল কর্ম সমাজের নৈতিকতা বোধকে জাগ্রত করেছে। তাঁর সাহিত্য ও আধ্যাত্মিক কর্ম নিয়ে গবেষণা করার জন্য তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান।
শিরীন শারমিন চৌধুরী বলেন, আধ্যাত্মিক সাধক কবি হায়াত মাহমুদ ছিলেন একজন দার্শনিক। তাঁর দর্শনের প্রতিফলন আজকের এই আলোকিত ঝাড়বিশলা। এই দর্শন বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে।
স্পিকার প্রয়াত সাধক কবি কাজী হায়াৎ মাহমুদের সমাধিস্থল পরিদর্শন করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এর আগে তিনি ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে স্পিকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page