• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

বাংলা প্রথমপত্র

সময়: ৩০ মিনিট                                                                                                                                                                                                   পূর্ণমান-৩০

 

১। বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচয়িতা কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়                           খ) দিলওয়ার

গ) রবীন্দ্রনা্থ ঠাকুর                                  ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

২। হরিশ কলকাতায় এসেছিল কেন?

ক) বন্ধুর পাত্রী খোঁজে                                খ) মায়ের চিঠি পেয়ে

গ) ছুটি পেয়ে                                           ঘ) বিনুদার জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

নীলকরদের আবির্ভাবে কৃষকেরা আপন জমি হারিয়ে নিজ জমি বর্গা নিয়ে চাষ করে। কঠোর পরিশ্রম করে তারা ফসলের যে ভাগ পায় তাতে তাদের সংসার চলে না।

৩। উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?

ক) কৃষকের দরিদ্রতা                                 খ) কৃষিনির্ভর বাংলা

গ) কৃষকের বোকামি                                 ঘ) ইউরোপীয়দের আগমন

৪। উদ্দীপকে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের যে বিষয়টি প্রকাশ হয়েছে-

  1. শোষকের শোষণচিত্র
  2. কৃষকের শোষিতচিত্র

iii. চাষিদের সামাজিক অবস্থা

নিচের কোনটি সঠিক?

ক) i                খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

৫। গোপাল পুনরায় কত মাস পরে গ্রামে এসেছিলেন?

ক) তিন-চার মাস  খ) চার-পাঁচ মাস

গ) পাঁচ-ছয় মাস  ঘ) ছয়-সাত মাস

৬। কাজী নজরুল ইসলাম আমৃত্যু নির্বাক থাকার কারণ-

ক) মানসিক আঘাত প্রাপ্ত                            খ) ব্রিটিশ সরকারের অত্যাচার

গ) দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত                      ঘ) বয়সের কারণে

৭। মোতাহের হোসেন চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর জীবনকে তুলনা করেছেন-

  1. মনীষীদের সঙ্গে
  2. নদীর সঙ্গে

iii. বৃক্ষের সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

৮। আহ্লাদির স্বামীর ঘরে যেতে না চাওয়ার যুক্তিযুক্ত কারণ-

ক) স্বামীর দ্বিতীয় বিয়ে

খ) যৌতুকের চাপ

গ) অমানবিক নির্যাতন                               ঘ) শ্বশুর-শাশুড়ির যন্ত্রণা

৯। পৃথিবীর প্রথম জাদুঘর মুখ্যত কী ছিল?

ক) নিদর্শন সংগ্রহশালা                              খ) দর্শনচর্চার কেন্দ্র

গ) উন্মুক্ত চিড়িয়াখানা                               ঘ) গ্রন্থাগার

১০। প্রিন্সিপাল সাহেব কেন নুরুল হুদাকে তলব করে?

ক) কর্ণেলের হুকুমে    খ) ক্লাস নিতে

গ) বোমা ফাটানোর জন্য

ঘ) মিটিংয়ের জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

ভারত উপমহাদেশে ইংরেজদের শাসন প্রতিষ্ঠার পর এ দেশের মানুষের ওপর তারা অমানবিক নির্মম নির্যাতন শুরু করে। এ দেশের মানুষকে অকারণে তাদের কুঠিতে আটকিয়ে রাখে।

১১। উদ্দীপকটি ‘বায়ান্নর দিনগুলো’ রচনার যে দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ-

  1. শাসনii. শোষণiii. বর্বরতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

১২। উদ্দীপকে এ দেশের মানুষের প্রতি ইংরেজদের এ ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় আন্দোলনরত মানুষের প্রতি পাকিস্তানিদের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

ক) স্বৈরাচারী                                           খ) শাসননীতি

গ) অনুরাগ                                              ঘ) তীব্র ক্ষোভ

১৩। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?

ক) ১৮৩৯                                              খ) ১৮৪২

গ) ১৮৪৩                                               ঘ) ১৮৪৪

১৪। বিপুলা পৃথিবীর বহু বিষয় কবির অগোচরে রয়ে গেল কেন?

ক) হেঁয়ালিপনায়    খ) সীমাবদ্ধতায়

গ) অলসতায়        ঘ) সংকীর্ণতায়

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ

ভিতরের রং পলকে ফোটে

বামন শূদ্র, বৃহত্, ক্ষুদ্র

কৃত্রিম ভেদ ধুলায় লোটে।

১৫। উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য রয়েছে?

ক) সেই অস্ত্র                                            খ) সাম্যবাদী

গ) ঐকতান                                             ঘ) লোক-লোকান্তর

১৬। উদ্দীপক ও উক্ত কবিতায় প্রকাশিত হয়েছে-

  1. i. জাত ও বংশ পরিচয় বড় নয়
  2. মনুষ্যধর্মই শ্রেষ্ঠ

iii. সততাই শ্রেষ্ঠ সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                                                খ) i ও iii

গ) ii ও iii                                              ঘ) i, ii ও iii

 

১.ক ২.গ ৩.ক ৪.ঘ ৫গ ৬.গ ৭গ ৮.গ ৯.খ ১০.ক ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.খ

১৫.খ ১৬ ক

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page