• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান-ইসরাইল উত্তেজনা আপাতত শেষ! বুশরা বিবিকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ ইমরান খানের ৭ দিন ছুটি বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানে পরাজিত হয়েও ফুলের মালা নিপুণের গলায় ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা বিশ্বব্যাংকের, বাংলাদেশ পাবে কত ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নির্বিশেষে সম-অধিকার দিয়েছে সংবিধান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার শ্যালকের প্রার্থীতা প্রত্যাহারে টেলিফোন নির্দেশ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির দেশে হিট অ্যালার্ট জারি, শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্ব প্রতিক্রিয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮

গণিত

 

হিমন এডওয়ার্ড গমেজ

 

সিনিয়র শিক্ষক

 

সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

গুণ

 

১.গুণফল নির্ণয়ের সূত্র লেখ।

 

উত্তর : গুণ্য ´ গুণক = গুণফল।

 

২.গুণক নির্ণয়ের সূত্রটি কী?

 

উত্তর : গুণফল ¸ গুণ্য = গুণক।

 

৩.                 = কত হবে?

 

উত্তর : গুণ্য।

 

৪.কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে, গুণফল কত হবে?

 

উত্তর : ঐ সংখ্যাই হবে।

 

৫.তিন অঙ্কবিশিষ্ট গুণ্য ও গুণকের মাধ্যমে গুণফল নির্ণয়ে গুণ্যের প্রত্যেকটি সংখ্যাকে কোন অঙ্ক দ্বারা গুণ করতে হয়?

 

উত্তর : একক স্থানীয় অঙ্ক।

 

৬. গুণফলের মান নির্ভর করে কিসের উপর?

 

উত্তর : গুণ্য ও গুণকের মানের উপর।

 

৭. চার অঙ্কবিশিষ্ট গুণ্যকে তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?

 

উত্তর : তিনটি।

 

৮. একটি গ্লাসের দাম ১১০ টাকা হলে, ২৫টি গ্লাসের দাম কত?

 

উত্তর : ১১০ ´ ২৫ = ২৭৫০ টাকা।

 

৯. ৯৯০ ´ ৬০ এর সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয়ের লিখিত রূপ কী?

 

উত্তর : (১০০০ – ১০) ´ ৬০।

 

১০. সহজ পদ্ধতিতে ১০১০ ´ ৬৭০ এর গুণফল নির্ণয়ে গুণ্য ১০১০ এর দুইটি অংশ কী কী?

 

উত্তর : ১০০০ ও ১০।

 

১১. ৭৮ ´ ৭৩ কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৬৯৪০০০ হবে?

 

উত্তর : ১০০০।

 

১২. ৬০৯০ সংখ্যাটি ৬০৯০০ হবে ২০৩ ´ ৩ এর সাথে কত গুণ করলে?

 

উত্তর : ১০।

 

১৩. ৯ ২ ০ ৭

 

 

 

উপরের শূন্যস্থানগুলোয় কোন কোন অঙ্ক বসবে?

 

উত্তর : ৪ ও ৬।

 

১৪. এক ব্যক্তির দৈনিক আয় ৬৫০ টাকা হলে ২৫ দিনে তার মোট আয় কত?

 

উত্তর : (৬৫০´ ২৫) টাকা = ১৬২৫০ টাকা।

 

১৫. একটি বিদ্যালয়ের ৮৭৫ জন ছাত্রের প্রত্যেকের মাসিক বেতন ৫২৫ টাকা হলে মোট বেতন কত টাকা?

 

উত্তর : (৮৭৫ ´ ৫২৫) টাকা = ৪৫৯৩৭৫ টাকা।

 

১৬.  ৬.৪৩ ´ ১০ = কত?

 

উত্তর : ৬৪.৩।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page