• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

শ্রীদেবী আমার ভারতীয় মা : পাকিস্তানি অভিনেত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

শ্রীদেবী ছিলেন ‘আমার ভারতীয় মা’ এমনই মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলি৷ কিছু ব্যক্তিত্ব থাকে এমনই যাদের সীমান্তের গণ্ডি আটকে রাখতে পারে না৷ যেমন ছিলেন শ্রীদেবী৷ দুবাইতে তার প্রয়াণ সংবাদের জেরে প্রবল নাড়া খেয়েছে পাকিস্তান৷ অভিনেত্রীর প্রয়াণে শোক ছড়িয়েছে পাকিস্তান রঙমহলে৷
দুবাইতে প্রয়াত হয়েছেন শ্রীদেবী৷ তার পাকিস্তানি শিল্পীরা জানাচ্ছেন শোক৷ তেমনই শোক জানাতে গিয়ে সজল আলি বলছেন, ‘শ্রীদেবীকে আমি ভারতীয় মা হিসেবেই দেখতাম৷’ বিদেশে তিনি আমাকে মায়ের অভাব বুঝতে দেননি৷
লাহোরের বাসিন্দা সজল আলি৷ তিনি পাকিস্তানি টেলিভিশনে বিশেষ পরিচিত মুখ৷ পাশাপাশি ভিন্নধর্মী ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী৷ পাকিস্তানে তার প্রথম ছবি জিন্দেগী কিতনি হাসিন হ্যায়৷ আর বলিউডে তার যাত্রা শুরু শ্রীদেবীর সঙ্গে অভিনয় করে৷
‘মম’ ছবিতে শ্রীদেবীর পাশাপাশি পাকিস্তানি অভিনেত্রী ছিলেন সজল আলি৷ একটি ইংরাজি সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়া সজল আলি জানান, তিনি সত্যিই মায়ের ভূমিকা নিয়েছিলেন৷ আসলে মম ছবিতে সজলের অভিনয় ছিল বলিউডের সুপারস্টার শ্রীদেবীর সঙ্গে৷ সেই মুহূর্তগুলি চির অমলিন বলেই জানিয়েছেন পাক অভিনেত্রী৷
তিনি বলেন, ছবিতে আমি শ্রীদেবীর মেয়ের চরিত্রে ছিলাম৷ আমার প্রথম ছবিতে এত বড় মাপের এক অভিনেত্রীর সঙ্গে কাজ করা সত্যিই টেনশন হচ্ছিল৷ কিন্তু তিনি হাসি দিয়ে সব চিন্তা দূর করেছিলেন৷ একজন মা যেমন তার মেয়ের জন্য চিন্তা করেন ছবির বাইরেও শ্রীদেবীও তেমন ভাবতেন আমাকে নিয়ে৷ কলকাতা ২৪x৭
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page