• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৮

আপডেটঃ : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

এম এ হামিদ খান
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল
ইংরেজি দ্বিতীয়পত্র
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক কার্যক্রমে আমরা ইংরেজি ২য়পত্রের Completing Sentence নিয়ে আলোচনা করছি। আজ আরো কয়েকটি নিয়মাবলী তোমাদের জন্য দেয়া হলো।
SOME RULES OF COMPLETING SENTENCE:
10.  Even, not even, even though:- Even অর্থ এমন কি, not even অর্থ এমনকি তাও নয় এবং Even though অর্থ হল এমনকি যদিও। Sentence এর  সাথে অর্থের সামঞ্জস্য করে এদের ব্যবহার করা হয়। যেমনঃ-
1. Nobody would lend him the money not even his best friend. (কেও তাকে টাকা ধার দিবে না, এমনকি তার ঘনিষ্ট বন্ধুরাও না)
2. Not even his best friend would help him now. (এমনকি তার ঘনিষ্ট বন্ধুরাও তাকে সাহায্য করবে না)
3. Even though he can not drive he has bought a car. (এমনকি যদিও সে গাড়ি চালাতে পারে না, সে একটি গাড়ী কিনিয়াছে)
11. Inspite of /despite: Inspite of/despite- এর অর্থ সত্ত্বেও। এ জাতীয় শব্দ দ্বারা Simple Sentence গঠিত হয়। Incomplete Sentence- এ Inspite of, despite থাকলে এদের বিপরীত অর্থ বোধক Sentence দ্বারা প্রদত্ত incomplete sentence টি Complete করতে হয়। যেমনঃ-
1. Inspite of his poverty he is honest. (তার দারিদ্র থাকা সত্তেও সে সত্)
2. Inspite of his illness he went to college. (তার অসুস্থতা সত্তেও সে কলেজে গিয়েছিল)
3. Despite his good qualification he did not get a suitable job. (তার ভাল যোগ্যতা থাকা সত্তেও সে ভাল চাকুরী পায়নি)
12. Instead of/In lieu of:- Instead of, In lieu of এর অর্থ পরিবর্তে। একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ বুঝাতে এর ব্যবহার হয়। Instead of বা In lieu of Sentence এর শুরুতে বা মাঝখানে (অর্থানুসারে) বসে। যেমনঃ-
1. Instead of tea he took coffee.
2. He ate fish in lieu of meat.
13. Since/as/because:- Since, as, because Complex Sentence- এ কারণ অংশের পূর্বে বসে। যেমনঃ-
1. Since he is weak he can not walk fast.
2. He can not succeed as he is lazy.
3. Everybody loves him because he is honest.
14. Had better:- Had better- অর্থ বরং ভাল/তবুও ভাল। You had better go home now. (তোমার বরং এখন বাড়ী যাওয়াই ভাল বা উচিত্) এ ধরনের Sentence- এ যদি I had থাকে তবু এটা Past tense নয়। এটা Present বা Future অর্থ প্রকাশ করে। Had better এর পর Infinitive to বসে না। সর্বদা verb এর Present form বসে। যেমনঃ
1. You had better leave the place.
2. You had better wear a coat when you go out.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ