• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকালে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানান, দুই মাসের কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ৩৮তম বিসিএস পরীক্ষায় ১৬ হাজার ২৮৬ জন পাস করেছেন। লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানা যাবে। ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিতে হবে।
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। তখন এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page