• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

আইন শৃংখলা বাহীনি ও বর্ডার সিকিউরিটি গার্ডেও মাধ্যমেই শুধু মাদক নিয়ন্ত্রন সম্ভব নয়॥প্রয়োজন সমাজিক জনসচেতনতা – জেলা প্রশাসক মাহমুদুল হাসান

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান বলেন আইন শৃংখলা বাহীনি ও বর্ডার সিকিউরিটি গার্ড এর মাধ্যমেই শুধু মাদক নিয়ন্ত্রন সম্ভব না,নিয়ন্ত্রনে প্রয়োজন ধর্মীয়, রাজনৈতিক ও সমাজিক  জনসচেতনতা। মাদকমুক্ত সমাজ গড়তে সকল কে এগিয়ে আসতে হবে। তিনি বলেন মাদক সেবনকারী তার মানসিক ও শারীরিক উভয় ভাবে ভেঙ্গে পড়েন। একজন মাদক সেবনকারী ব্যাক্তি যখন চাকুরী শুরু করেন এবং তার টাকা আয় হয় তখন তিনি আরও মাদক সেবনে জড়িয়ে পড়েন। আর মাদক সেবনের ফলে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে একটা সময়ে তার চাকুরীটাও হারিয়ে যায়। তার সাজানো পরিবার ভেঙ্গে যায়।এ ভয়াবহ মাদকের ছোবলে অনেক পরিবার নিশ্বসিত হয়েছে। পরিবারে ডেকে এনেছে অশান্তি। মাদক এখন শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই গ্রামেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে মাদক সেবন পুরুষদের পাশা-পাশি  নারীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আমাদের সমাজে অনেক তরুন তরুনী মাদকের ছোবলে পড়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। এক্ষেত্রে পারিবারিক ভাবে বাবা মা কে সচেতন থাকার আহবান জানান। বৃহস্পতিবার জেলা প্রশাসক মিলনায়তনে জেলা তথ্য অফিস এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক নিয়ন্ত্রন সংকান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ  মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন ২০১৭ সালের কর্মকান্ড তুলে ধরে বলেন ৬৬৫ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৩ জনকে আসামী করে ১৮২ টি মামলা দায়ের করা হয়েছে এবং ফেন্সিডিল ৮০ লাখ ছয় হাজার পাঁচশত টাকা, উদ্ধার করা হয়েছে। মাদকের উপর জনসচেতনতার লক্ষ্যে ৪৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ১১৬ টি শর্টফিল্ম প্রদর্শন করা হয়েছে। এছাড়াও ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ব্যানার সরবরাহ দেওয়া হয়েছে। প্রেস ব্রিফিং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজজামান। এসময় উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক চাঁপাই দৃষ্টির সম্পাদক মোঃ এমরান ফারুক মাসুম এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ নাদিম হোসেনসহ গণমাধ্যম ব্যাক্তিবর্গ।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page