• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ৪ মার্চ, ২০১৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

মিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক

 

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা

 

 

প্রশ্ন-১: অপারেশন সার্চলাইট কী? অপারেশন সার্চলাইট পরিচালিত হয়েছিল কেন? অপারেশন সার্চলাইটের তিনটি ফলাফল লেখ।

 

 

উত্তর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি স্বাধীন বাংলাদেশ।

 

অপারেশন সার্চলাইট: ১৯৭১ সালে ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের উপর অতর্কিত হামলা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচিত।

 

অপারেশন সার্চলাইট পরিচালনার কারণ: অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয়েছিল নিরীহ বাঙালিদের হত্যা করে বাঙালি জাতির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে নস্যাত্ করা।

 

অপারেশন সার্চলাইটের ফলাফল: অপারেশন সার্চলাইট পরিচালনার তিনটি ফলাফল নিম্নরূপ:

 

i.  ত্রিশ লাখ নর-নারী ও নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।

 

ii. পাকিস্তানি বাহিনীর নির্বিচারে লুটতরাজ ও ধরপাকড় করা।

 

iii. গ্রামের পর গ্রাম ও মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

 

প্রশ্ন-২: বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? বুদ্ধিজীবী হত্যার তিনটি ফলাফল লিখ।

 

উত্তর: বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য প্রতি বছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

 

 

বুদ্ধিজীবী: যারা উচ্চশিক্ষিত, জ্ঞানী-গুণী, মুক্তবুদ্ধিসম্পন্ন এবং যাদের কর্ম ও মেধা দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখেন তারাই বুদ্ধিজীবী।

 

বুদ্ধিজীবীদের হত্যার কারণ: মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীও দোসররা এদেশকে মেধাশূন্য করার জন্য ১০ থেকে ১৪ ডিসেম্বর ১৯৭১ এর মধ্যে বুদ্ধিজীবীদের হত্যা করে।

 

বুদ্ধিজীবীদের হত্যার ফলাফল: বুদ্ধিজীবী হত্যার তিনটি ফলাফল নিম্নরূপ:

 

১.দেশ মেধাবী সন্তানদের হারিয়ে মেধাশূন্য হয়।

 

২.মুক্তিসেনারা যুদ্ধক্ষেত্রে আরো বেগবান হয়।

 

৩. দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হয়।

 

শহিদ বুদ্ধিজীবীদের জীবন আদর্শ চেতনা সকলের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সকলের আন্তরিক হওয়া উচিত।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page