• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

ভোলাহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ বাড়ী পুড়ে ছাই কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেটঃ : রবিবার, ৪ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে শনিবার বিকেল ৫টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে এক গ্রামের ২০ বাড়ী । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে। উপজেলার দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামে বিকেল ৫টার দিকে আশরাফ আলীর ছেলে রাকিবুলের খড়ের পালায় আগুন লাগে। পরে আগুণের ভয়াবহ লেলিয়ানন শিখা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী আয়জুদ্দিনের ছেলে লাল মোহম্মদ, লাল মোহম্মদের ছেলে আনারুল, বাবলু, মাসরুল, কাজেম, আজম, লোকমানের ছেলে বাইরুল, শরিফুল, মাইরুল, হামিদুর, লাল মোহম্মদের ছেলে আশরাফ আলী, রাকিবুল, লাকমানের মেয়ে রোকশানা, আব্দুল লতিফের ছেলে সাইরুল, শহিদুল, সোলেমান বিশ্বাসের ছেলে নজরুল, ইদ্রিস আলীর ছেলে আলম, ইদ্রিস আলীর স্ত্রী রাশেদা, দুঃখ শেখের ছেলে শাখাওয়াত এর বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল জানান, বয়াবহ অগ্নিকান্ডে এ ২০টি বাড়ীর সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই নিয়ে বের হতে পারেনি। আগুনে ভয়াবহতা ভংয়কর হওয়ায় রহনপুর থেকে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।আগুন আলাগার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, দলদলী ইউপি চেয়ারম্যান ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ