• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

আরলি রিকভারি প্রকল্পের সমাপ্তিকরণ (এক্সিট) কর্মশালা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ১২ মার্চ, ২০১৮

সিরজগঞ্জ প্রতিনিধি॥
গতকাল বেলা ১২ টায় শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয় এবং মানুষের জরুরী ও প্রাথমিক পুনরুদ্ধারের জন্য মানব মুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “ ইমারজেন্সি আরলি রিকভারি প্রকল্পঃ-২০১৭” প্রকল্পের সমাপ্তিকরণ (এক্সিট) কর্মশালা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রকল্পটি সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় মানব মুক্তি সংস্থা কর্তৃক সিরাজগঞ্জ জেলার চৌহালি, শাহজাদপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয় মেরামত ও সংস্কার, পয়:নিষ্কাশন ব্যবস্থা সংস্কার এবং জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আয়বৃদ্ধিমুলক কর্মকান্ডের সাথে যুক্ত করে বাস্তবায়ন করা হয়েছে বলে জানাগেছে। উক্ত কর্মশালায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক (কৃষি), উপ-পরিচালক (সমাজসেবা), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,  প্রকল্পভুক্ত চৌহালি, সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রাণীসম্পদ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি এবং স্থানীয় সরকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মো: হাবিব উল্লাহ বাহার, আরলি রিকভারি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্থ বিদ্যালয় ও মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ জেলা হিসেবে সিরাজগঞ্জকে নির্বাচন এবং সময়োপযোগী ও কার্যকর প্রকল্প গ্রহণের জন্য মানব মুক্তি সংস্থা ও সেভ দ্যা চিলড্রেনকে ধন্যবাদের পাশাপাশি প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তিনি জনসমষ্টির টেকসই ও ইতিবাচক পরিবর্তন আনয়নে এ ধরনের আরো নতুন দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণের আহবান জানিয়েছেন। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সরকারি পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগের যথাযথ অংশগ্রহণ ও সমন্বয় নিশ্চিত করায় ধন্যবাদ জানান এবং পরবর্তীতে এ ধরনের সমন্বয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ