• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ১৩ টি ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১২ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ॥
এলাকায় আধিপত্য ও ক্ষমতার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সুন্দরপুর ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপ একে অপরের সাথে বোমাবাজি ও সহিংসতায় জড়িয়ে পড়ে। যার জের ধরে গত শুক্রবার রাত্রীবেলায় দুইটি গ্রুপের মধ্যে শতাধিক ককটেল বিস্ফোণের মাধ্যমে ব্যাপক বোমাবাজি হয়। বোমার বিস্ফোরণে এলাকার সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শনিবার সকালবেলা আবারও দুই গ্রুপের লোকজন একে অপরের উপর বোমা হামলা চালায় এবং দুই গ্রুপের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। বোমার বিস্ফোরণে আইয়ুব আলী নামে একজন বোমা বিস্ফোরণে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে মারা যায় এবং তিনজন গুরুতর আহত হয়। ঘটনার পরপরই র‌্যাবের গোয়েন্দা সদস্যরা উক্ত এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং বিভিন্ন সহিংস গ্রুপের লোকজনের উপর কড়া নজরদারী অব্যাহত রাখে। যার ফলশ্রুতিতে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় যে, আইয়ুব আলী মারা যাওয়ার পরে উভয় গ্রুপই নতুন করে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল, বোমা ও বিস্ফোরক দ্রব্যাদি মজুদ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী এর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন গড়াইপাড়া এলাকার গড়াইপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উত্তরে জনৈক মোঃ আলম এর বাঁশঝাড়ের ভিতরে রাত্রী আনুমানিক ০১:১৫ ঘটিকায় ঝটিকা অভিযান পরিচালনা করে ১৩ টি তাঁজা ককটেল ও ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করতে সক্ষম হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে অপরাধীরা অন্ধকারের মধ্যে আমবাগানের ভিতর দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেল ও বিস্ফোরক দ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে উক্ত এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারী আরও বৃদ্ধি করা হয়েছে এবং র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page