• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের তিন সূচকেই ভালো করেছে বাংলাদেশ নিশ্চিত করেছে জাতিসংঘ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ১৭ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের তিনটি সূচকই প্রথমবারের মতো অর্জন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এটা নিশ্চিত করে একটা চিঠি হস্তান্তর করার কথা ছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এক পোস্টে বলেন, নিয়ম অনুযায়ী ৩ বছরে পরপর দুইবার এটা অর্জন করলেই চূড়ান্তভাবে একটা দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালে আবারও তা নিশ্চিত করতে হবে একই সূচকগুলো অর্জনের মধ্যে দিয়ে।
বিশ্লেষকরা বলছেন, বিষয়টি যে কোনো দেশের জন্য গৌরবের। জাতি হিসেবে সবাই চায় নিজেদের মর্যাদা ও গৌরব প্রতিষ্ঠিত করতে। এই স্বীকৃতি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত করবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য তিনটি সূচক বিবেচনা করা হয়।
তিন বছরের গড় মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ সূচক, যাতে পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি হয় এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, যেটি প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। প্রতিটিতে বাংলাদেশ অগ্রগতি করেছে।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page