• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সামাজিক কুসংস্কার যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে পৌঁছেছেন  লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন, তালিকা চান হাইকোর্ট ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করায় গণগ্রেপ্তারের মুখে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়, সুষ্ঠু বিচার চাই: রিয়াজ নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সম্পাদককে অব্যাহতি ইরানে হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়া হবে: প্রেসিডেন্ট রাইসি ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক: অপু বিশ্বাস কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

মাদক সেবন করায় ৩৪ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার ও জরিমানা আদায়সহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড

আপডেটঃ : শনিবার, ৩১ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব নাজিবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ এর যৌথ নেতৃত্বে অদ্য ৩১ মার্চ ২০১৮ তারিখ বেলা আনুমানিক ০৯:৩০ ঘটিকা হতে ১৪:৩০ ঘটকা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকা, রেল ষ্টেশন এলাকা ও বিষু মিয়ার আমবাগান সহ নতুন স্টেডিয়াম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে সর্বমোট ৩৪ জন মাদকসেবী ১। মোঃ মতিউর রহমান (৩২), পিতা-মোঃ ফিরোজ কবির, সাং-সুলতানগঞ্জ (জাহানাবাদ), ২। শ্রী দিপক প্রামানিক (৩১), পিতা-মৃত রঞ্জিত প্রামানিক, সাং-রাজারামপুর (কুমারপাড়া), ৩। মোঃ রুবেল আলী (২৮), পিতা-মৃত মজিবর রহমান, সাং-রাজারামপুর (মিস্ত্রীপাড়া), ৪। মোঃ হাবিবুর রহমান টনি (২০), পিতা-মোঃ স¤্রাট ড্রাইভার, সাং-হাড্্ির পোট্টি বস্তি, ৫। মোঃ কুতুব (৩৩), পিতা-মৃত মনজুর হোসেন, সাং-আলীনগর (প্রান্তিকপাড়া), ৬। মোঃ আব্দুর রহিম (২৫), পিতা-মোঃ আব্দুর রহমান, সাং-জিয়ানগর, ৭। মোঃ জিয়া (৩০), পিতা-মোঃ জিল্লুর রহমান, সাং-পাঠানপাড়া, ৮। মোঃ মাসুদ রানা (৩৭), পিতা-মৃত জিল্লুর রহমান, সাং-বটতলাহাট, ৯। মোঃ আব্দুর রহমান (৫১), পিতা-মৃত গোলাম রসুল, সাং-হুজরাপুর, ১০। মোঃ সোহেল রানা (২৯), পিতা-মোঃ ইমরান আলী, সাং-প্রান্তিকপাড়া, ১১। শ্রী দিলীপ রায় (৫৫), পিতা-মৃত ললিত রায়, সাং-সাহাপাড়া (পুরাতন জেলখানা), ১২। মোঃ শহিদুল ইসলাম (৫৪), পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং-পুরাতন বাজার, ১৩। মোঃ মতি (৪৬), পিতা-মৃত গোলাম মোস্তাফা, সাং-১নং কলোনী (নিমতলা), ১৪। মোঃ হাসেন আলী (২০), পিতা-মোঃ ইসরাফিল, সাং-আলীনগর ভূতপুকুর, ১৫। আব্দুল বাছির (২৭), পিতা-মোঃ ইসহাক আলী, সাং-টিকরামপুর, ১৬। মোঃ শামীম (২৫), পিতা-মোঃ আবুল হোসেন (কালু), সাং-টিকরামপুর, ১৭। মোঃ সুজন মিয়া (২০), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-হুজরাপুর, ১৮। মোঃ সুমন (২২), পিতা-মোঃ বকুল মিয়া, সাং-উসকাটিপাড়া, ১৯। মোঃ আব্দুস সামাদ (৩৮), পিতা-নজরুল ইসলাম সওদাগর, সাং-নামোশংকরবাটি (মোল্লাপাড়া), ২০। মোঃ মনছুর আলী (২৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-আংরাপাড়া, ২১। মোঃ রানা (২২), পিতা-মোঃ আলী হোসেন, সাং-চাঁদলাই মোড়, ২২। মোঃ তারেক (২২), পিতা-মোঃ মোজ্জামেল, সাং-আলীনগর, ২৩। মোঃ মাসুদ রানা (৩৬), পিতা-মৃত নইমুদ্দিন, সাং-আলীনগর, ২৪। মোঃ পারভেজ (২৬), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-জিয়ানগর, ২৫। মোঃ হোসেন আলী (২৫), পিতা-মোঃ আবুল কাসেম, সাং-আলীনগর (ভুতপুকুর), ২৬। মোঃ রমজান আলী (২০), পিতা-মোঃ মকবুল, সাং-হুজরাপুর, ২৭। মোঃ সাব্বির রহমান (২০), পিতা-মৃত ভুট্টো, সাং-হুজরাপুর, ২৮। শ্রী জনী রায় (৩০), পিতা-শ্রী শমীনন্দী, সাং-শিবতলা, সর্ব থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২৯। মোঃ মনসুর রহমান (৪২), পিতা-মোঃ শুকুর আলী, সাং-রামপুর (মাদ্রাসাপাড়া), থানা-বাগমারা, জেলা-রাজশাহী, ৩০। আবু সিফাত জয় (২০), পিতা-মোঃ আবু জাহিদ, সাং-রেহাইচর, ৩১। মোঃ আব্দুল আহাদ (২১), পিতা-মোঃ আব্দুল খলিল, সাং-রেহাইচর, ৩২। মোঃ মাসুদ রানা (২০), পিতা-মোঃ তরিকুল ইসলাম, সাং-রেহাইচর, ৩৩। মোঃ মিনহাজুল বিশ্বাস (২০), পিতা-বাবুল বিশ্বাস, সাং-রেহাইচর, ৩৪। মোঃ আব্দুল্লাহ আহমেদ (২১), পিতা-মোঃ মাহাবুবুর রহমান, সাং-পেয়ারাবাগান, সর্ব থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ১নং হতে ২৯নং পর্যন্ত আসামীর সবাইকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয় এবং ৩০নং হতে ৩৪নং পর্যন্ত ০৫ জন আসামীর প্রত্যেককে নগদ ৪০০০/-টাকা করে মোট ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। ঘটনাস্থল হতে আসামীদের নিকট হতে গাঁজা-৩০ পুরিয়া, তামাক-০২ প্যাকেট, গাঁজা সেবনের কলকে-০৬ টি, সিগারেট-১৪ টি, সিগারেটের প্যাকেট-০৭ টি, গ্যাস লাইটার-০৮ টি, ম্যাচ-০৪ টি, কাঁচি-০২ টি, গাঁজা কাটার লোহার তৈরী ধারালো হাতিয়ার-০১ টি, কাঠের টুকরা-০১ টি এবং মাদক ব্যবহারের অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ