• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

তানোরে ভূল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণ দায় নিবে কে ?

আপডেটঃ : সোমবার, ২ এপ্রিল, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের আশঙ্কায় অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে উঠেছে। তানোরের কলমা উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারি শিক্ষক বলেন, তানোরের বিল্লী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে জীব বিজ্ঞান পরীক্ষায় ভূল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণ করায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ফলাফল বিপর্যয়ের এই আশঙ্কার মূত্রপাত হয়েছে। তানোরে চলতি শিক্ষাবর্ষে ৪টি কেন্দ্র মোট দুই হাজার ৮২৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।এদিকে এতো বড় অনিয়মের ঘটনা ঘটলেও উপজেলা প্রশাসন অভিযুক্ত কেন্দ্র সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে বরং রহস্যজনক কারণে তা ধামাচাঁপা দিয়েছে।  উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ওই স্কুলের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না স্থানীয় সাংসদের ভাতিজা হওয়ায় তারা বিষয়টি অবগত হলেও কোনো ব্যবস্থা নিতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি ১লা ফেব্ররুয়ারী বৃহ¯প্রতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় এবং ২৬ ফেব্ররুয়ারী সোমবার জীব বিজ্ঞান পরীক্ষায় ‘ক’ সেট প্রশ্ন পত্রে লিখিত পরীক্ষা হয়েছে, তবে বিল্লী স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ভূল করে ‘খ’ সেট প্রশ্ন পত্রে লিখিত পরীক্ষা নেয়া হয় বলে আলোচনা রয়েছে। জীব বিজ্ঞানে মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত ৫০ নম্বর, সৃজনশীল ২৫ ও নৈর্বত্তিক ২৫ নম্বর রয়েছে। বিল্লি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১০টি স্কুলের মোট ৩৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এর মধ্যে প্রায় ১৮৫ জন জীব বিজ্ঞানের পরীক্ষার্থী রয়েছে। জীব বিজ্ঞানে ভূল প্রশ্ন পত্রে পরীক্ষা গ্রহণের বিষয়টি এতোদিন ধামাচাঁপা দিয়ে রাখতে পারলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। বিল্লী স্কুল এ্যান্ড কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, বিল্লী কেন্দ্রে অনুষ্ঠিত জীব বিজ্ঞান পরীক্ষার খাতা পর্যালোচনা করা হলেই এই অনিয়ম ধরা পড়বে। এদিকে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযুক্ত কেন্দ্র সচিব বিল্লী স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ জামিলুর রহমানের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বলেও প্রচার রয়েছে। এব্যাপারে জানতে চাইলে বিল্লী স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জামিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এটা গুজব মাত্র। এব্যাপারে বিল্লী স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না দেশের বাইর থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এব্যাপারে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, তিনি লোকমূখে এমন কথা শোনেছেন কোনো লিখিত অভিযোগ পাননি, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ