• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আরব আমিরাতের যুবরাজ

আপডেটঃ : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্র সফর করবেন। তবে সফরের দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। হোয়াইট হাউস থেকে শুক্রবার এ কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে আসছেন ওয়াশিংটনের এমন খবরের পর পরই আরব আমিরাতের যুবরাজের যুক্তরাষ্ট্রে আসার কথা জানানো হলো। উপসাগরীয় মিত্রদেশগুলোর মধ্যকার কূটনৈতিক বিরোধ অবসানই কাতারের আমিরের যুক্তরাষ্ট্র সফরের লক্ষ্য।
সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক এবং ইসলামী চরমপন্থীদের সমর্থন যোগানোর অভিযোগে গত বছর বাহরাইন, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
হোয়াইট বলছে, ট্রাম্প আঞ্চলিক উন্নয়ন এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমিরাতের কার্যত নেতা বিন জায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় উভয় নেতা জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) ভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব বিষয়ে একমত হন। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ