• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

তারেক জিয়ার বাংলাদেশের পাসপোর্ট থাকলে প্রকাশ করুক: স্বপন

আপডেটঃ : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার বিষয় নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়াামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আজ সোমবার আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তারেক জিয়ার বাংলাদেশের পাসপোর্ট থাকলে তা জনগণের সামনে প্রকাশেরও আহবান জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এদিকে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে বানোয়াট ও অসত্য বলে দাবি করে আজ সোমবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আগামী দশ দিনের মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হবে।
নোটিশে বলা হয়েছে, তারেক রহমান তার পাসপোর্ট বর্জন করেননি। সেটি তার নিজের কাছেই রয়েছে।
শনিবার লন্ডনে এক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১২ সালে তারেক জিয়া তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে তার বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করেছে। সে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ