• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু স্যাটেলাইট

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ২ মে, ২০১৮

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন আগামী ৭ মে হচ্ছে না। নতুন দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কতদিনের জন্য এটা পিছিয়ে গেল সেটাও নিশ্চিত হওয়া যায়নি। ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ‘নতুন দিনক্ষণ হলে আমরা সবাইকে জানিয়ে দেব। আপাতত ৭ মে উক্ষেপণ হচ্ছে না বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। আগামী ৮ মে এটা উৎযাপনের জন্য যে প্রস্তুতি নেয়া হয়েছিল সেই দিনটাও এখন আর ঠিক থাকছে না।’
জানা গেছে, ৭ মে উৎক্ষেপণের দিন মাথায় রেখে ২ মে অর্থাৎ বুধবার ছোট একটা পরীক্ষা চালানোর কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাটা হয়নি। এই পরীক্ষার জন্য ৪ মে শুক্রবার দিনক্ষণ ঠিক করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’। এই পরীক্ষাটির পর সেটার তথ্য বিশ্লেষণ করতে আরো ৩/৪ দিন সময় লাগে। ফলে গবেষণা শেষ হতেই ৭ মে পার হয়ে যাবে। এরপর তারা চূড়ান্ত দিন বলবে যে, কবে এটা তারা উৎক্ষেপণ করবে।
মোস্তাফা জব্বার বলেন, ‘এখানে তো আমাদের কোন হাত নেই। এটা একটা বড় কাজ। আমরা সবাই এটি উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি। একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে তারা নানা ধরনের পরীক্ষা নিরিক্ষা চালায়। সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তারা এটা উৎক্ষেপণ করে। সারা দেশবাসীর মতো আমরাও এটা উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি। আগামী ৫ মে নাগাদ জানা যেতে পারে কবে নাগাদ তারা এটা উৎক্ষেপণ করবে। শুধু আমরা নয়, যারাই স্যাটেলাইট উৎক্ষেপন করেছে সবাইকেই এটার জন্য ধৈর্য ধরতে হয়েছে। পুরো পরিস্থিতি বিবেচনা করেই স্পেসএক্স এটা উৎক্ষেপণ করবে।’
গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কেইপ কেনাভেরাল থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ বন্ধ হয়ে গেলে বিভিন্ন দেশের স্যাটেলাইট উৎক্ষেপণ পিছিয়ে যায়, বাংলাদেশও পড়ে সূচির জটে। এখন সূচির জট না থাকলেও আবহাওয়া একটা বড় কারণ।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণে ২ হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা খরচ ধরা হয়। এর মধ্যে সরকারি অর্থ ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। আর বিদেশি অর্থায়ন ১ হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। যদিও শেষ পর্যন্ত স্যাটেলাইট উড়াতে সর্বমোট খরচ হচ্ছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page