• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সামাজিক কুসংস্কার যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে পৌঁছেছেন  লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন, তালিকা চান হাইকোর্ট ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ করায় গণগ্রেপ্তারের মুখে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়, সুষ্ঠু বিচার চাই: রিয়াজ নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি-সম্পাদককে অব্যাহতি ইরানে হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেয়া হবে: প্রেসিডেন্ট রাইসি ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক: অপু বিশ্বাস কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত

উল্লাপাড়ায় পলাতক ব্যক্তি হলেন প্রিন্সিপাল

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় দশ মাস ধরে পলাতক থাকা মুফতি আব্দুল হাইকে সদ্য প্রতিষ্ঠিত জান্নাতুল বানাত (মহিলা) কওমিয়া হাফিজিয়া মাদরাসাটির মোহতামিম ( প্রিন্সিপাল) পদে দেখানো হয়েছে। তিনি বাখুয়া দারুর রাসাদ মাদরাসার প্রিন্সিপাল পদে থাকাবস্থায় গত বছরের হজ কাফেলা নিয়ে সৌদি আরব গিয়ে সে থেকেই পলাতক রয়েছেন বলে জানা গেছে। গত ২৮ এপ্রিল দুপুরে মাদরাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও সার্বিক তত্বাবধায়ক কারী আব্দুল জলিল নিজেও বাখুয়া দারুর রাসাদ মাদরাসার একজন শিক্ষক। সদ্য প্রতিষ্ঠিত মাদরাসাটি গত জানুয়ারী থেকে চলছে বলে জানানো হয়। এ মাদরাসার প্রসপেক্টাসে পলাতক থাকা মুফতি আব্দুল হাইকে প্রিন্সিপাল পদে দেখানো ও একাধিক সাইন বোর্ডে তার মোবাইল নম্বর লেখা রয়েছে। এছাড়া রেজিষ্টেশন নম্বর লিখে ঘর ফাকা রাখা হয়েছে। এ সব বিষয়ে প্রতিষ্ঠাতা জানান, তিনি নিজে জানেন মুফতি আব্দুল হাই প্রলাতক রয়েছেন।  তাকে পদটিতে দেখানোর বিষয়ে জানতে চাইলে নিরব থাকেন। এ মাদরাসায় শুধূ মাত্র মহিলাদেরকে পড়া লেখা শেখানো হবে বলে জানান। আরো জানান, বর্তমানে ১৬ জন শিক্ষার্থী এবং তিনি ও তার স্ত্রীসহ ৪ জন শিক্ষক আছেন। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে এখানে থেকেই পড়া লেখা করতে হবে। এটি তার নিজ বসত বাড়ীতেই প্রতিষ্ঠা ও চলছে। তার বক্তব্যে, এটি একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা এবং শিক্ষার্থীদের মাসিক বেতনে এর পরিচালনা ব্যয় মেটানো হবে। এছাড়া তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন। তার আয়ের টাকা মাদরাসাটি পরিচালনা ব্যয় করবেন বলে জানান। জানা গেছে, একজন আবাসিক শিক্ষার্থীর মাসিক বেতন ২ হাজার টাকাসহ ভর্তি কালিন ফি ও ভর্তি ফরম বাবদ মোট ৩ হাজার ১শ টাকা নির্ধারণ আছে। এদিকে মাওলানা আব্দুল জলিল দারুর রাসাদ মাদরাসার শিক্ষক থাকাকালে বিগত ২০০৬ সালে পুলিশের হাতে গ্রেফতার হয়ে মাস ছয়েক জেল হাজতে ছিলেন বলে তিনি নিজেই স্বীকার করেন। তবে কি কারণে গ্রেফতার হয়েছিলেন তা বলতে অস্বীকার করেন। তিনি জেল হাজত থেকে বেরিয়ে দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন এবং সেখান থেকে ফিরে এসে দুবছরের বেশী সময় ধরে আবারো বাখুয়া মাদরাসায় শিক্ষকতা করছেন। বাখুয়া দারুর রাসাদ মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল জব্বার বলেন, প্রিন্সিপাল মুফতি আব্দুল হাই পলাতক থাকার পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে তিনি এ দায়িত্বে আছেন। তিনি শুনেছেন আব্দুল জলিল একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তবে আব্দুল হাইকে প্রিন্সিপাল করার বিষয় তা জানা নেই।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন সদ্য প্রতিষ্ঠিত মাদরাসাটির বিষয়ে তার কিছু জানা নেই। আর এধরণের মাদরাসা তাদের নিজস্ব নিয়ম কানুনে পরিচালিত হয়ে থাকে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ