• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সক্ষমতা বৃদ্ধি অনস্বীকার্য: রাষ্ট্রপতি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১৪ মে, ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের সক্ষমতা বৃদ্ধি অনস্বীকার্য। প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে আজ সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে রাষ্ট্রপতি স্বাগত জানান। তিনি সম্মেলনে আগত দেশি ও বিদেশি অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি বলেন, দুর্যোগে প্রতিবন্ধী জনগোষ্ঠী বেশি ঝুঁকিপূর্ণ থাকে এবং ক্ষতিগ্রস্ত হয়, যা তাদের অধিকারকে খর্ব করে। প্রতিবন্ধকতা মোকাবেলায় বদান্যতা বা উদারতাভিত্তিক অবস্থান থেকে অধিকারভিত্তিক সমন্বিত উন্নয়ন প্রচেষ্টায় অন্তর্ভুক্তিকরণের বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ২০০৬ সালে প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত সম্মেলনের মাধ্যমে সূচিত হয়। গবেষকদের মতে ক্ষেত্রবিশেষে দুর্যোগ প্রতিবন্ধী জনগোষ্ঠীর মৃত্যুহার সক্ষম জনগোষ্ঠীর তুলনায় ২ থেকে ৪ গুণ বেশি। সেক্ষেত্রে এসডিজি এজেন্ডা ২০৩০’এবং ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক অব ডিজাষ্টার রিস্ক রিডাকশন’ বাস্তবায়ন বিশেষ তাৎপর্যবহ।
প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ১ম আন্তর্জাতিক সম্মেলন, ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। সন্মেলনে গৃহীত “ঢাকা ঘোষণা” আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্মেলনের আয়োজন করে।
আবদুল হামিদ বলেন, ‘আমি মনে করি ২য় সন্মেলনে “ঢাকা ঘোষণার” প্রায়োগিক দিক অর্থাৎ ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক অব একশনের’ প্রতিবন্ধিতা সমন্বিত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার বাস্তব রূপায়ণ নিয়ে আলোচনা হবে।’
তিনি বলেন, নীতিনির্ধারক, উন্নয়নকর্মী, বিশেষজ্ঞ, প্রতিবন্ধী ব্যক্তিসহ সকল অংশীদারিদের এই মিলনমেলার মাধ্যমে প্রতিবন্ধিতা সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা, ‘ঢাকা ঘোষণা’র অগ্রগতিসহ নানা বিষয় আলোচিত হবে। বাসস।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page