• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০০ অপরাহ্ন

মসজিদের ক্ষতিপূরণের দাবীতে শরণখোলায় মানববন্ধন

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

বাগেরহাট  প্রতিনিধি॥ (ছবি আছে)
বাগেরহাটের শরণখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ফলে চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় একটি জামে মসজিদ। এ ঘটনায় ক্ষতিপূরণের তালিকায় মসজিদের নাম অর্ন্তভর্ুিক্তর দাবীতে সোমবার সকাল ১০টায় উপজেলার বগী বন্দর এলাকায় মানববন্ধন করেছেন ওই মসজিদের মুসল্লীরা সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। প্রায় ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খলিফা, ইউপি সদস্য রিয়াদুল হোসেন পঞ্চায়েত, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক, সাংবাদিক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গাউস ফারুকী, স্থানীয় বাসিন্দা আবু হানিফ, আঃ রাজ্জাক, শাহজাহান, আবু সালেহ, জাকির মল্লিক, আসাদুল মাঝি, আঃ রহমান খলিফা, আলতাফ মুন্সি সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাঁধ নির্মাণ কাজ শুরু হলে বলেশ্বর নদী সংলগ্ন গ্রামগুলোর মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। কিন্তু বাঁধ নির্মাণ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে বার বার নকশা পরিবর্তন করায় এলাকার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বহু সামাজিক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি অসহায় কৃষকদের শেষ সম্বল শত শত বিঘা চাষাবাদের জমি বাঁধের বাইরে চলে যাওয়ায় এ অঞ্চলের বহু বসতি নিঃস্ব হওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে। নকশা পরিবর্তনের কারণে স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠিত প্রসিদ্ধ বগী বন্দরে অবস্থিত বাইতুল মা’মুর জামে মসজিদটি বাঁধের বাইরে পড়ায় তা নদীতে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মসজিদটি পুনঃনির্মাণের জন্য ক্ষতিপূরণের তালিকায় নাম অন্তর্ভুক্ত সহ পুনঃনির্মাণের দাবীতে স্থানীয়রা জেলা প্রশাসক ও বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের কাছে সহযোগিতার জোর দাবী জানান।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page