• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

সুন্দরবনে নিষিদ্ধ এলাকা থেকে মাছ শিকার কালে ৫ জেলে আটক

আপডেটঃ : সোমবার, ২৮ মে, ২০১৮

বাগেরহাট  প্রতিনিধি ॥
বিথি নিষেধ উপেক্ষা করে পূর্ব সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করার সময় ৫ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রলারসহ ৫টি বেহেন্দি জাল জব্দ করেছে স্মার্ট পেট্রোলিং।২৮ মে সোমবার সকালে পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকা থেকে ওই অসাধু জেলেদের আটক করে স্মার্ট পেট্রোলিং দলের সদস্যরা। উদ্ধার হওয়া মালামাল ও আটক জেলেদের কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সূত্র জানায়, সোমবার (২৮ মে) সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের সাবেক ডি.এফ.ও মেহেদী হাসান ও ফরেস্টার আ. হান্নান এর নেতৃত্বে ৫ সদস্যের স্মার্ট পেট্রোলিং দলের একটি টিম তাদের নিয়মিত অভিযান শুরু করে সকাল ৭টার দিকে কটকা এলাকায় পৌঁছায়। এ সময় অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ আহরণ করতে দেখে তাদের বৈধতা চ্যালেঞ্জ করে। পরে জেলেরা পাস-পারমিট দেখাতে ব্যর্থ হলে পাথরঘাটার পদ্মাসুলি, বরগুনা উপজেলার রুইতা এবং বড় টেংরা গ্রামের বাসিন্দা জেলে শহিদুল ইসলাম (৩৫), আ. হালিম (২২), সাইফুল (২২), সোবাহান (২৬) ও বাদল হোসেন (২৬) কে আটক করে। পরে তাদের ব্যবহৃত মালামালসহ ওই ৫ জেলেকে কটকা বনরক্ষীদের কাছে হস্তান্তর করে। অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জেলেদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করে কটকা সহ পূর্ব সুন্দরবনের বিভিন্ন অভয়ারণ্য এলাকায় মাছ শিকারে সুযোগ করে দেন।
এ ব্যাপারে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম সরকার বলেন, আটক জেলেদের জরিমানার পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে অনৈতিক সুবিধা গ্রহণের বিষয়টি সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ