• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:০২ অপরাহ্ন

পাঁচবিবি থানার এএসআই শাহ আলমের বিরুদ্ধে টাকা নিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি॥
আজ সোমবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার এএসআই শাহ আলম-২ এর বিরুদ্ধে জয়পুরহাট পুলিশ সুপারের কাছে মাদক বিরোধী অভিযানে তার স্বামীকে হয়রানী মূলক আটক ও হুমকী দিয়ে ২৫ হাজার টাকা নেয়ার অভিযোগ করেছেন চায়না বেগম নামের এক মহিলা।
অত্র উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মোঃ বিষুর স্ত্রী মোছাঃ চায়না বেগম পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)’র মাধ্যমের জয়পুরহাট পুলিশ সুপারের কাছে দেয়া অভিযোগে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাত এক টার দিকে পাঁচবিবি থানার এ,এস,আই শাহ আলম (২) সহ অনেক পুলিশ তার বাড়ী ঘেরাও করে তার স্বামীকে ডাকে। চায়না বেগম বাড়ীর দরজা খুলে দিলে এ,এস,আই শাহ আলম তাকে বলে তোর স্বামী কোথায়? তোরা মাদক ব্যবসা করিস? এই কথা বলতে বলতেই তার ঘরের মধ্যে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করে এবং বলে মাল তোদের ঘরে আছে। চায়না বেগম বলেন, তার স্বামী মাদকের ব্যবসা করে না। তখন উক্ত এএসআই শাহ আলম (২) আমার বাড়ীর বাইরে বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে কোন কিছু না পেয়ে তার স্বামী বিষুকে ধরে নিয়ে থানায় আসে।  রাত ২.০০ টার দিকে এএসআই শাহ আলম (২) ০১৯৭৬-৫৩৭৯৬৬ নং মোবাইল থেকে ফোন করে বলে তোর স্বামীকে থানা থেকে নিয়ে যেতে চাইলে এক লক্ষ টাকা নিয়ে আয়। তা না হলে আমি তোর স্বামীকে ইয়াবা দিয়ে মামলা দিবো। ফলে বাধ্য হয়ে আমি ধার কর্য্য করে পরের দিন সকাল (আজ সোমবার) ৭ টার দিকে ২৫হাজার টাকা নিয়ে থানায় এসে উক্ত এএসআইকে টাকা দেই। টাকা পাওয়ার পরও তিনি তাকে বলেন বেশী কথা বললে তোকেও আটকে রাখবো। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারের কাছে চায়না বেগম আবেদন জানিয়েছেন। এএসআই শাহ আলম (২) টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ অভিযানে ওসি স্যার সঙ্গে ছিলেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, তিনি অভিযোগ পেয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখছেন বলে জানান।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page