• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

মেসার্স মিয়া ব্রাদার্স শষ্য ভান্ডারে বয়লার বিষ্ফোরণে আহত ৩

আপডেটঃ : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লায় অবস্থিত মেসার্স মিয়া ব্রাদার্স শষ্য ভান্ডারের রাইস মিলের চাতালে বয়লার বিষ্ফোরণে ৩ জন শ্রমিক আহত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে (সোমবার রাত) এলাকার আলহাজ্ব মোঃ মাহাতাবুল ইসলাম (দুলাল মিয়া)’র মিল চাতালে এঘটনা ঘটে। আহতদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১জনকে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হচ্ছে মিলের শ্রমিক গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার কালুর ছেলে রবিউল ইসলাম (৩৫), একই উপজেলার চৌডালা ইউনিয়নের ইসলামপুর এলাকার কালামের স্ত্রী তাজকেরা বেগম (কালন) (৪০) ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড়সিমলা গ্রামের আলিমের ছেলে জেলাল (৩৪)। তবে তাজকেরা বেগম (কালন) এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দূর্ঘটনার সময় মোট ৬জন শ্রমিক কাজ করছিল।স্থানীয় সুত্র জানায়, রবিবার দিবাগত রাতে ধান সিদ্ধ করার সময় হঠাৎ করে মেসার্স মিয়া ব্রাদার্স শষ্য ভান্ডারের রাইস মিলের চাতালে দীর্ঘদিনের ব্যবহৃত একটি বয়লার বিষ্ফোরণ হয়। এসময় স্থানীয় লোকজন আতংকিত হয়ে উঠে। বিষ্ফোরণের মিলের ১ মহিলা শ্রমিকসহ ৩জন আহত হয়। আহতদের মধ্যে গুরুত্বর আহত হলে রবিউল ইসলাম ও তাজকেরা বেগম (কালন) কে তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে অপর শ্রমিক জেলাল কে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে মিলের মালিক আলহাজ্ব মোঃ মাহাতাবুল ইসলাম (দুলাল মিয়া) কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিছেন। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে বয়লার বিষ্ফোরণের বিষয়টি তিনি জানেন না বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ