• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:

দেশের মানুষ শান্তিতে নেই : এরশাদ

আপডেটঃ : রবিবার, ১০ জুন, ২০১৮

কুড়িগ্রাম প্রতিনিধি॥
আমাদের সময় মাদক ছিল না। মানুষ খুন হয়নি। আমরা মানুষকে শান্তি দিয়েছি। আমাদের বেলায় দুর্নীতির কথা ছিল না। আজ ‘দেশের মানুষ শান্তিতে নেই। যুব সমাজ শান্তিতে নেই। মাদক সব আচ্ছন্ন করে ফেলেছে। পরিবর্তন চায় মানুষ। সুশাসন দেখতে চায় দেশবাসী। সুশাসন দিতে পারে একমাত্র জাতীয় পার্টি।’
১০ জুন রবিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর স্টেডিয়ামে এক জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।
উলিপুর স্টেডিয়াম মাঠে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। উলিপুর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নবাব আলী প্রমূখ।
উল্লেখ্য কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মাঈদুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষনা করা হয়। আগামী ২৬ জুলাই উপ-নির্বাচনের দিন ঠিক করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ