• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

বাগেরহাটে জমে উঠেছেট ঈদের বাজার ক্রেতাদের উপছে পড়াভীড়

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : সোমবার, ১১ জুন, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জমেউঠেছে ঈদেরবাজার রোদ-বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে ঈদের কেনাকাটা। শপিং সেন্টার গুলোতে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরামহীন ভাবে চলছে ক্রয়-বিক্রয়।দোকান গুলোতে পুরুষের চেয়ে নারীদের সংখ্যাই ছিলো বেশি।পরিবার-পরিজন সহ দূর-দুরান্ত থেকেও লোকেরা আসছে ঈদের পোশাক কিনতে।তবে শুধু কাপড়ের দোকানে নয় ভিড় হচ্ছে জুতা,প্রসাধনী সহ অন্যান্য দোকান গুলোতেও। ব্যাবসায়ীরা বলছেন এবার ঈদে বেচাকেনা ভালো হচ্ছে।সব কিছুর দাম মোটামুটি সাধারণের নাগালের মধ্যেই আছে।ঈদের আগ পর্যন্ত বিক্রি আরো বাড়বে এমনটাই প্রত্যাশা তাদের। হাজী শাসসুদ্দিন সুপার মার্কেট এর শুকসারী গার্মেন্টস এর স্বত্বাধিকারী শেখ বশিরুল ইসলাম বলেন,পোশাকের দাম কম থাকায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকায় ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে আসছে বিধায় আমরা ব্যাবসায়ীরা খুশি।অন্যদিকে ক্রেতারা বলছেন ভিন্ন কথা ,তাদের দাবি দাম আর একটু সহনীয় পর্যায়ে থাকলে সাধারণ মানুষেরা তাদের পছন্দ মত কেনাকাটা করতে পারবেন।বর্ণিল রূপে সাজাতে পারবেন তাদের ঈদ খুশিকে।তবে নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা।দিন সহ রাতের বেলাও নিশ্চিন্তে মার্কেট এ আসতে পারায় খুশি তারা। সদর উপজেলার দশানী ও সরুই থেকে কেনাকাটা করতে আসা দুই বান্ধবী নিতু ও বুশরা জানান,এবারের ঈদে গতবারের চেয়ে দাম একটু বেশি।তবে সার্বিক পরিস্থিতি ভালো থাকায় ঘুরে-ফিরে পছন্দমত ড্রেস কিনতে পেরেছি।কাড়াপাড়া থেকে আগত নাহিদ বলেন,ঈদের আর বেশি বাকি না থাকায় প্রচন্ড ভিড় উপেক্ষা করে কেনাকাটা করতে এসেছি।ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি।প্রত্যাশিত কেনাকাটার মধ্য দিয়ে ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page