• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ইফতার নিয়ে সমালোচনার ঝড়

আপডেটঃ : সোমবার, ১১ জুন, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোরে কামারগাঁ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের ব্যানার ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠেছে। ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলের ব্যানারে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ও আল্লাহ সর্ব শক্তিমান লেখা হয়নি বিষয়গুলো সুকৌশলে এড়িয়ে যাওয়ায় সাধারণের মধ্যে এসব আলোচনার সূত্রপাত হয়েছে। কেউ বলছে, আসলে ব্যানার দেথে তারা বুঝতে পারছে না ইফতার আয়োজন কে করেছে আওয়ামী লীগ, বিএনপি না অন্যকোনো পেশাজীবী সংগঠন। আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে দলীয় স্লোগান সুকৌশলে উপেক্ষা করা এটা কি আসলে নিছক ভূল না নেপথ্যে অন্য কিছু রয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জৈষ্ঠ নেতা বলেন, নাপিত নির্ভর ও জনবিচ্ছিন্ন এক বগি নেতা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এমন কাজ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন যে দলাদলি ও কলহ-বিবাদ এসবের মূলেই রয়েছে এই বগি নেতা। তিনি বলেন, একটি ব্যানারে  দু’একটি বানান ভূল হতে পারে তাই বলে দলের আদর্শ ভূলে যাওয়া এটা কি ভাবে সম্ভব। আবার অনেকে বলছে, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী একশ্রেণীর হাইব্রিডরা দলের নেতাকর্মীদের মধ্যে বিশ্খৃলা সৃষ্টির জন্য এমনটি করতে পারে। আবার কেউ বলছে, একশ্রেণীর হাইব্রিডরা অতিউৎসাহী ও আবেগাপ্লুত হয়ে ব্যানার করতে গিয়ে এমন ঘটনার জন্ম দিয়েছে এমনটিও হতে পারে। অথচ দলীয় নেতাকর্মীদের সঙ্গে চাওয়া-পাওয়া নিয়ে সাংসদের দুরুত্ব সৃষ্টি হতে পারে, কিন্তÍ সাধারণ জনগণ বা ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তার কোনো কমতি আগেও ছিলনা এখানো নাই।কিন্তÍ কিছু জনবিচ্ছিন্ন বগি নেতা ও অনুপ্রবেশকারীদের এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের কারণে সাধারণ মানুষ তাকে নিয়ে নেতিবাচক আলোচনার সুযোগ পাচ্ছে বলে প্রচার রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ১০ জুন রোববার তানোরের কামারগাঁ ইউপি আওয়ামী লীগের উদ্যোগে ও সভাপতি ফজলে রাব্বী ফরহাদের সভাপতিত্বে ছাঐড় বালিকা বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক, উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সম্পাদক জুবায়ের ইসলাম. শফিকুল সরকার, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, বদিউজ্জামান নয়ন, তানভির রেজা এবং মোর্শেদুল মোমেনিন রিয়াদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ