• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব

আপডেটঃ : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, মোহিত কুমার দাঁ, অবসরপ্রাপ্ত সরকারী কলেজ শিক্ষক মো. শাহআলম, জেলা প্রশাসনের এনডিসি নয়ন কুমার রাজবংশী। উপস্থিত ছিলেন স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্লেখ্য, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ