• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

ভোলা ইলিশার শারমিনের নবজাতক সন্তানের বাবা কে?

আপডেটঃ : সোমবার, ২ জুলাই, ২০১৮

ভোলা প্রতিনিধি॥
আমরা অনেক ঘটনাই শুনি কিছু নরপশুদের জঘন্যতম কাজের, অনেক সময় অনেক নরপশু রাস্তায় মানসিক রোগী মহিলাদের সাথে মেলামেশা করে। এক সময় সন্তান প্রসব হয়। তখন কে এই সন্তানের বাবা? এ নিয়ে হয় নানা গুঞ্জন। এমনই একটি ঘটনা ঘটেছে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত কাশেম মিয়ার ১৪ বছরের নাবালিকা শারমিনের সাথে। সোমবার সকালে এই প্রতিবেদক সামাজিক যোগাযোগ মাধ্যমে নাবালিকা শারমিনের কোলে নবজাতক শিশু দেখে, তথ্য নিয়ে সরজমিন খোঁজ নিয়ে জানাযায়, শারমিনের জন্মের পরেই বাবা কাশেম মিয়া মৃত্যুবরণ করেন, মা আনোয়ারা বেগম তাদের ৪ ভাই বোনকে রেখে অন্যথায় চলে যান। মায়ের সুখ মা বেছে নিলেও ভাবেননি তার ৪ সন্তানের ভবিষ্যৎ। ৪ সন্তানের মধ্যে ৩ বছর বয়সী কালু কে অন্যত্র লালন পালনের জন্য দিয়ে দেন। অসহায় শারমিন মাথা গুজাবার কোন ঠাই না থাকায় ছোট ২ ভাই বোনকে নিয়ে অর্ধহারে অনাহারে কোন রকম খেয়ে না খেয়ে জীবন যাপন করে। এই সুযোগে শারমিনের আপন চাচাত ভাই একই এলাকার খোরশেদ মিয়ার ছেলে আলাউদ্দিন (২৫) তার আরো দুই সহযোগী নিয়ে জোর পূর্বক মেঘনা নদীর ঐ পাড়ে স্পিডবোট দিয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এর কয়েক মাস পরেই অন্তসত্তা হয়ে পড়ে শারমিন। এ খবর পেয়ে শারমিনের মা আনোয়ারা বেগম এসে ধর্ষন কারীদের বিচারের জন্য প্রথমে এলাকার মাতাব্বরদের ধারে ধারে ঘুরলেও কোন বিচার পাননি। এক পর্যায়ে স্থানীয় প্রভাবশালী একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য টাকার বিনিময় রফাদফাও করেছেন। কিন্তু বিষয়টি চলে যায়, থানা পুলিশ পর্যন্ত। এক পর্যায়ে পুলিশ শারমিনের কাছ থেকে বিস্তারিত জেনে থানায় মামলা নেন। ঐ মামলায় শারমিন বাদী হয়ে আলাউদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১জনসহ থানায় মামলা দায়ের করেন। যাহার নং- ০৬। মামলার পরেই পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে। বর্তমানে আলাউদ্দিন কারাগারে রয়েছে। এদিকে নাবালিকা শারমিন রবিবার রাতে ভোলা সদরের অফিসার পাড়ার মোড়ে রাস্তার মধ্যে পুত্র সন্তান প্রসব করে। সন্তান জন্মের পরেই ভোলা শহরে বিষয়টি সবার মুখে মুখে নাবালিকা শারমিনের এই পুত্র সন্তানের বাবা কে? এই প্রতিবেদক শারমিনের বক্তব্য নেওয়ার জন্য পূর্ব ইলিশার পাকার মাথার হাজি বাড়ীতে শারমিনকে পাওয়া যায়। কথা হয় শারমিন ও তার মা এর সাথে। শারমিন জানান, আমার চাচাতো ভাই আলাউদ্দিন ও তার দুই সহযোগী আমাকে ধর্ষন করে। এর পরেই আমি অন্তসত্তা হয়ে পরি। আমার এই সন্তানের বাবা আলাউদ্দিন। শারমিনের মামা মফিজ মিয়া ও তার স্ত্রী জানান, শারমিনের এ অবস্থার পর স্থানীয় আলাউদ্দিন ফরাজিসহ একটি গ্রুপ ফয়সালা করেছে শুনেছি। স্থানীয়রা জানান, অভিযুক্ত আলাউদ্দিন বোট ব্যবসায়ী নিজাম ভুলাইর বোট ড্রাইভার ছিলেন এবং ঐ বোট দিয়েই শারমিনকে তুলে নিয়েছেন। এ বিষয়ে ইলিশা পুলিশ ফাড়ির ইনচার্জ মোক্তার হোসেন জানান, মামলা হওয়ার পরে আমরা আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করি। বর্তমানে আলাউদ্দিন কারাগারে রয়েছে এবং ঐ শিশু সন্তানকে আমরা ডিএনএ পরীক্ষা করাবো ও এর সাথে জড়িত কেউ থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে। এমন একটি অসহায় মেয়ের উপর এই নির্যাতন হলেও ইলিশার মাতাব্বরদের ধারে ধারে ঘুরেই কোন সুফল হয়নি অসহায় শারমিনের। অভিযোগ রয়েছে এরকম অনেক ঘটনাই টাকার বিনিময়ে রফাদফা করে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। তাদের চিহিœত করে আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ