• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ পাওয়ার প্লান্ট পরিদর্শনে বাধা

আপডেটঃ : রবিবার, ৮ জুলাই, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের গঙ্গাচড়ায় আনন্দ এ্যাগ্রো ফার্ম লি: এর ক্রয়কৃত জমিতে বিদ্যুৎ পাওয়ার প্লান্ট নির্মাণস্থান পরিদর্শনের সময় বাধার সম্মুখীন হয়েছেন এ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৫জুলাই পাওয়ার এন্ড ফার্মিং প্রোজেক্টের কার্য্য সম্পাদনকারী প্রতিষ্ঠান আনন্দ এগ্রো লিমিটেড ২০১৫ সালে গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুরে বিদ্যুৎ পাওয়ার প্লান্ট নির্মানের জন্য সরকারী ভাবে ৮৭ একর জমি ৯৯ বছরের জন্য লিজ নেয়। পরে ওই জমিতে কার্যক্রম সম্পন্ন না হওয়ার শংকায় আরও শতাধিক একর জমি এফিডেভিট মূলে ক্রয় করেন।
যাহার এফিডেভিটে  দাতাগণ সু-স্পষ্ট উল্লেখ করেন উক্ত জমিতে দাতা অথবা দাতাগণের পক্ষে কোন ওয়ারিশ কখনও কোনরূপ দাবী দাওয়া করিবে না। এমন একই প্রকারের অঙ্গীকার করিয়া প্রায় ২৫ জনের নিকট এফিডেভিট মূলে জমির দখলসত্ব ক্রয় করেন, আনন্দ এগ্রো লিমিটেড। কিন্তু ৫ই জুলাই কানাডিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনন্দ এগ্রোর ম্যানেজিং ডিরেক্টর এস. এইচ চৌধুরী সহ ফার্মের কর্মকর্তারা ওই ক্রয়কৃত জমি পরিদর্শনে আসেন। এসময় স্থানীয় কতিপয় ব্যক্তি বাধার সৃষ্টি করেন। এ ঘটনায়  কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর এস.এইচ চৌধুরী সহ ফার্মের কর্মকর্তারা বিদেশীদের নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এ বিষয়ে কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর এস.এইচ চৌধুরী বলেন, আইনজীবির সঙ্গে আলোচনা করে বাধা প্রদান কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ